• দেওচা পাচামি কয়লা খনিতে কবে থেকে কাজ শুরু? জানিয়ে দিলেন মমতা
    আজ তক | ০৫ ফেব্রুয়ারি ২০২৫
  • দেওয়া পাচামি কয়লা প্রকল্প নিয়ে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিটে বক্তব্য রাখার সময় তিনি এই ঘোষণা করেন। মুখ্যমন্ত্রী জানান যে দেওচা পাচামি কয়লা খনিতে বৃহস্পতিবার থেকে কাজ শুরু হবে। বৃহস্পতিবার থেকে ব্যাসল্ট খননের কাজ শুরু হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি আরও বলেন, 'খনি প্রকল্পে কাজ শুরু করার জন্য সমস্ত কিছু তৈরি। অনেকেই এখানে কাজ করতে চান। আপনারা মুখ্যসচিবের সঙ্গে যোগাযোগ করুন। অনেক দেশই এখানে কাজ করতে চায়। আজকের দিনটা ভাল, তাই ঘোষণা করে দিলাম।'

    মমতা আরও বলেন, ' আমাদের সব কিছু রেডি। জমি অধিগ্রহণ, আদিবাসী-সহ স্থানীয়দের ক্ষতিপূরণ, সবকিছুই হয়ে গিয়েছে। আমি স্থানীয় মানুষজনের কাছে কৃতজ্ঞ। বীরভূমের মানুষকে ধন্যবাদ। আপনারা আমাদের অনেক সাহায্য করেছেন। আপনাদের ছেলেমেয়েরা চাকরি পাবেন। আপনারা জেনে খুশি হবেন যে এখানে এক লক্ষের বেশি লোকের কাজ পাবেন। এছাড়াও কিছু অনুসারী শিল্পও হবে ওখানে। তার মানে ওখানে কয়েক লক্ষ লোকের কাজ হবে। দেওচা পাচামির কয়লাখনির কারণে ১০০ বছরে বিদ্যুতের কোনও সমস্যা হবে না। দেখা দেবে না বিদ্যুতের সংকট।'

    দেউচা পাচামি কয়লা ব্লক হল পশ্চিমবঙ্গের বীরভূম জেলার মহম্মদবাজার ব্লকের অন্তর্গত দেউচা ও পাচামি এলাকার একটি কয়লা খনি। এটি বিশ্বের সপ্তম বৃহত্তম কয়লা খনি। এশিয়া মহাদেশের বৃহত্তম। এই খনির কাজ শুরুর বিষয়ে সবুজ সংকেত দিয়েছে কেন্দ্র সরকার। ১২ হাজার বর্গকিলোমিটার এলাকাজুড়ে অবস্থিত এই খনি। খনি থেকে কয়লা তোলার কাজ শুরু হলে কমপক্ষে ১২ হাজার কোটি টাকা বিনিয়োগ হবে। এক লক্ষের বেশি মানুষের সরাসরি কর্মসংস্থান হবে। এই খনি থেকে কয়লা উত্তোলন শুরু হলে বক্রেশ্বর তাপবিদ্যুৎ কেন্দ্রের পাশাপাশি NTPC-কাটোয়া তাপবিদ্যুৎ কেন্দ্রে কয়লা দেওয়া হবে।

    ২০১৮ সালে দেউচা-পাচামির কয়লা খনি পশ্চিমবঙ্গের হাতে আসে। প্রায় ১ হাজার ২০০ মিলিয়ন মেট্রিক টন কয়লা দেউচা-পাচামি ব্লকে রয়েছে বলে অনুমান। তবে ওই এলাকায় ব্যাসল্টের পরত একটা বড় চ্যালেঞ্জ ওপেন কাস্ট মাইনিংয়ে।

     
  • Link to this news (আজ তক)