• মমতার 'সোনার বাংলা' হবে 'সোলার বাংলা', দেওয়া হবে ১ লক্ষ চাকরিও; বড় প্রতিশ্রুতি আম্বানির
    আজ তক | ০৫ ফেব্রুয়ারি ২০২৫
  • বিশ্ব বাণিজ্য সম্মেলনে এসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সোনার বাংলাকে 'সোলার বাংলা' তৈরি করার ঘোষণা শিল্পপতি তথা রিলায়েন্স গোষ্ঠীর মালিক মুকেশ আম্বানির। তাঁর কথায়, "বাংলায় শিল্পের ভবিষ্যৎ উজ্জ্বল। বাংলায় লগ্নির পরিবেশ ভালো। মমতা মানেই বিজনেস।" পাশাপাশি,  বাংলায় দ্বিগুণ বিনিয়োগের ঘোষণা করেন আম্বানি। 

    আরও ঘোষণা করেন, বাংলায় মোবাইল নেটওয়ার্ক, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ক্ষেত্র, এআই ডেটা সেন্টার তৈরি। জামদানি, মুর্শিদাবাদ, বিষ্ণুপুরী সিল্ককে বিশ্বের দরবারে পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি দেন রিলায়েন্স গোষ্ঠীর মালিক। কালীঘাট মন্দিরের সংস্কারের আর্থিক সাহায্য করে দেওয়ার সুযোগ দেওয়ায় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানান তিনি।

    মমতার প্রশংসায় পঞ্চমুখ আম্বানি বলেন, "মমতা বন্দ্যোপাধ্যায়ের দিদি আমাদের জন্য খুবই শুভ। তাঁর কারণে আজ জিও শুধু দেশে নম্বর ওয়ান ডেটা কোম্পানি নয়, সারা বিশ্বে নম্বর ওয়ান। যা প্রথম কলকাতা থেকে শুরু হয়। জিও এখন গ্রামে গ্রামেও পৌঁছে গেছে। ফাইভ জি স্কুলগুলিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করছে। জিও বাংলায় প্রথম মাটির তলা থেকে কেবল নেটওয়ার্ক তৈরি করবে।"

    মুকেশ আম্বানি আরও বলেন, "আমাদের ব্যবসায় ১ লক্ষ সরাসরি চাকরি দেওয়া হয়েছে। বাংলায় রিলায়েন্সের বিনিয়োগ ৫০ হাজার কোটি টাকা। বাংলার বিশ্বস্ত সঙ্গী রিলাসেন্স।" এআই ও ডিপটেক নিয়ে জিও ভারতের সর্বশ্রেষ্ঠ ডেটা সেন্টার তৈরি করছে।

    পাশাপাশি আগামী তিন বছরে ওয়্যারহাউস বাড়াবে জিও। যাতে রিলায়েন্সের রিটেল ব্যবসা বাড়বে। এতে কর্মক্ষমতা বাড়বে। স্বদেশ স্টোর্স তৈরি হবে। বাংলায় সোলার সিস্টেম তৈরি করে সোনার বাংলাকে 'সোলার বাংলা' তৈরির কথা ঘোষণা করেন আম্বানি।

    প্রসঙ্গত, এবছর ৫ ও ৬ ফেব্রুয়ারি নিউটাউনের বিশ্ববাংলা কনভেনশন সেন্টারে অষ্টম বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। এই সম্মেলনকে কেন্দ্র করে কলকাতায় চাঁদের হাট। অংশ নিয়েছেন ৪০ দেশের দু'শোর বেশি প্রতিনিধি। রয়েছেন মুকেশ আম্বানি, সজ্জন জিন্দালের মতো শিল্পপতিরা।
  • Link to this news (আজ তক)