এবার কলকাতার ফোর্ট উইলিয়ামের নাম বদলে গেল, নতুন নাম কী?
আজ তক | ০৫ ফেব্রুয়ারি ২০২৫
কেন্দ্র সরকার সম্প্রতি কলকাতার ঐতিহাসিক ফোর্ট উইলিয়ামের নাম পরিবর্তন করে 'বিজয় দুর্গ' রেখেছে, যা ব্রিটিশ ঔপনিবেশিক প্রভাব মুছে ফেলার প্রচেষ্টার অংশ। ফোর্ট উইলিয়াম বর্তমানে ভারতীয় সেনাবাহিনীর পূর্বাঞ্চলীয় কমান্ডের সদর দফতর হিসেবে ব্যবহৃত হয়। নাম পরিবর্তনের সিদ্ধান্তটি ২০২৪ সালের ডিসেম্বর মাসে নেওয়া হয়েছিল, যদিও আনুষ্ঠানিক ঘোষণা এখনও বাকি। তবে প্রশাসনিক কার্যক্রমে ইতোমধ্যে নতুন নামটি ব্যবহৃত হচ্ছে।
ফোর্ট উইলিয়াম ১৭৫৮ সালে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি দ্বারা নির্মাণ শুরু হয় এবং ১৭৮১ সালে সম্পূর্ণ হয়। এর নামকরণ করা হয়েছিল ইংল্যান্ডের তৃতীয় রাজা উইলিয়ামের নামে। নাম পরিবর্তনের মাধ্যমে ভারত সরকার ঔপনিবেশিক অতীতের চিহ্ন মুছে ফেলে দেশের নিজস্ব ঐতিহ্য ও সংস্কৃতিকে গুরুত্ব দেওয়ার প্রচেষ্টা চালাচ্ছে।
নাম পরিবর্তনের পাশাপাশি, ফোর্ট উইলিয়ামের অভ্যন্তরে অবস্থিত কিছু স্থাপনার নামও পরিবর্তন করা হয়েছে। সাউথ গেট, যা আগে সেন্ট জর্জ গেট নামে পরিচিত ছিল, এখন 'শিবাজি গেট' নামে পরিচিত হবে। এছাড়া, কিচেনার হাউসের নাম পরিবর্তন করে 'মানেকশ হাউস' রাখা হয়েছে। এই নাম পরিবর্তনগুলি ভারতের সামরিক ও সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতি সম্মান প্রদর্শন এবং ঔপনিবেশিক প্রভাব থেকে মুক্তির প্রতিফলন হিসেবে দেখা হচ্ছে।