• আরজি কর নির্যাতিতার জন্মদিন সামনেই, তারিখ জানিয়ে বড় আন্দোলনের ডাক মা-বাবার
    আজ তক | ০৫ ফেব্রুয়ারি ২০২৫
  • আরজি করে তরুণী চিকিৎসককে ধর্ষণ-খুনের ঘটনা ঘটেছিল গত ৯ অগাস্ট। আর আগামী ৯ ফেব্রুয়ারি  নির্যাতিতার জন্মদিন। সেই বীভৎস ঘটনার ৬ মাস হবে। আর মেয়ের জন্মদিনে ফের আন্দোলনের ডাক দিলেন তাঁর বাবা-মা। সাধারণ মানুষকে রাস্তায় নামার আহ্বান জানালেন তাঁরা।

    এই প্রসঙ্গে এক ভিডিয়ো বার্তায় নির্যাতিতার মা বলেন, 'আমাদের মেয়ের মৃত্যুর ৬ মাসের মাথায় তার জন্মদিন। এখনও আমাদের মেয়ের বিচার অধরা। ৯ ফেব্রুয়ারি আমরা রাস্তায় থাকব। গত ৬ মাসে সবাই আমাদের সঙ্গে থেকেছেন। বৃহত্তর পরিবারের কাছে আবেদন, ৯ ফেব্রুয়ারি রাস্তায় নামুন।'

    নির্যাতিতার জন্মদিনে কর্মক্ষেত্র বা বাড়িতে ১টা করে ফুলগাছ লাগানোর আহ্বান জানালেন তাঁর মা। তাঁর কথায়, 'আমাদের মেয়ে ফুলগাছ ভালবাসত।'

    অন্য দিকে, তরুণী চিকিৎসককে ধর্ষণ-খুনের ঘটনায় দোষী সাব্যস্ত করা হয়েছে সঞ্জয় রায়কে। সঞ্জয়ের আমৃত্যু কারাবাসের সাজা ঘোষণা করা হয়েছে।  তাকে ফাঁসানো হয়েছে বলে বিচারককে বলে সঞ্জয়। এক IPS-সহ যারা ফাঁসিয়েছে, তাদের কেন ছাড়া হচ্ছে, তা নিয়ে প্রশ্ন তুলেছে সঞ্জয়। বিচারককে সঞ্জয় বলেন, 'যারা আমায় ফাঁসিয়েছে, তাদের কেন ছাড়া হচ্ছে?' সঞ্জয়ের এই প্রশ্ন শুনে বিচারক বলেন, 'সব তথ্যপ্রমাণ খতিয়ে দেখেছি। সবটা খতিয়ে দেখার পর দোষী সাব্যস্ত করেছি। আপনি দোষী। আপনার সাজা হবেই।'  সঞ্জয় বলেছিল, 'গলায় সবসময় রুদ্রাক্ষের মালা পরি। যদি আমি অপরাধ করে থাকি, তা হলে ঘটনার সময় ঘটনাস্থলে আমার ওই মালা ছিঁড়ে পড়ত। আমি এই অপরাধ করিনি। আমি কিছুই করিনি। আমায় ফাঁসানো হয়েছে। যারা আমায় ফাঁসিয়েছে, এক জন আইপিএস-সহ তাদেরকে ছাড়া হচ্ছে। কেন?' নির্যাতিতার মা-বাবাও বারবার সরব হয়েছেন যে, একা সঞ্জয়ের পক্ষে এই কাজ করা সম্ভব নয়। 
  • Link to this news (আজ তক)