• খারাপ ছাতু দেওয়ার অভিযোগ, জলপাইগুড়িতে অঙ্গনওয়াড়ি কর্মীকে ঘিরে বিক্ষোভ
    বর্তমান | ০৫ ফেব্রুয়ারি ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: খারাপ ছাতু দেওয়ার অভিযোগে অঙ্গনওয়াড়ির এক কর্মীকে ঘিরে বিক্ষোভ দেখালেন কিছু স্থানীয় মানুষ। আজ, বুধবার সকালে ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ির নগর বেরুবাড়ী জমাদার পাড়া এলাকায়। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, অঙ্গনওয়াড়ি কেন্দ্রটি থেকে যে ছাতু দেওয়া হয়েছে, তা অত্যন্ত নিম্নমানের। এদিন বিক্ষোভকারীরা ছাতুর প্যাকেট নিয়ে এসে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের সামনেই তা ফেলে নষ্ট করে দেন। অনেকে আবার ছাতুর প্যাকেট জমা দিয়ে নতুন ছাতু দেওয়ার দাবিও জানান। অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কর্মী শেফালি রায় অধিকারী বলেন, “বাসিন্দারা ছাতু নিয়ে অভিযোগ তুলে আজ সকাল থেকে বিক্ষোভ দেখান। বিষয়টি সুপারভাইজারকে জানানো হয়েছে। বিক্ষোভের জেরে এদিন পড়াশোনা করানো যায়নি। গত শুক্রবার রাতে ১১০ প্যাকেট ছাতু এসেছিল। প্যাকেটের গায়ে ম্যানুফ্যাকচারিং তারিখ লেখা আছে ২০২৪ সালের ২০ নভেম্বর। প্যাকেটে লেখা আছে, ১২০ দিনের মধ্যে ওই ছাতু খেতে হবে। সেই অনুযায়ী এখনও মেয়াদ রয়েছে। ফলে ছাতু খারাপ হওয়ার কথা নয়। কিন্তু বাসিন্দাদের অভিযোগের পরিপ্রেক্ষিতে বিষয়টি প্রশাসনকে জানানো হবে।”
  • Link to this news (বর্তমান)