কলকাতা বিমান বন্দরে আগুন আতঙ্ক, দ্রুত নিয়ন্ত্রণে আনল দমকল
বর্তমান | ০৫ ফেব্রুয়ারি ২০২৫
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বুধবার থেকে কলকাতায় শুরু হয়েছে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন। আজ ঠিক দুপুর ২টোয় নিউটাউনে এই শিল্প সম্মেলন শুরু হয়েছে। কিন্তু তার কিছুক্ষণ আগেই কলকাতা আন্তর্জাতিক বিমান বন্দরে আগুন ঘিরে ছড়াল আতঙ্ক। শিল্প সম্মেলনের জন্য যখন অতিথিরা আসতে শুরু করেছেন, সেই সময়ই আগুন লাগল নেতাজি সুভাষচন্দ্র বসু বিমান বন্দরের একাংশে। যদিও মাত্র ১০ মিনিটের চেষ্টাতেই আগুন নিয়ন্ত্রণে আনা হয়। ফলে কোনও বড় বিপদ ঘটতে পারেনি।
বিমান বন্দর সূত্রে খবর, দশ নম্বর গেটের কাছে একটি স্টলে ওয়েল্ডিংয়ের কাজ চলাকালীন আগুনের ফুলকি থেকেই কয়েকটি ফ্লেক্সে আগুন ধরে যায়। দ্রুত বিমান বন্দরের কর্মীদের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এরপরও অতিরিক্ত সতর্কতা হিসেবে এসে পৌঁছয় দমকলের ২টি ইঞ্জিনও। যদিও আর কোনও বিপত্তি ঘটেনি।
তবে, বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের দিনই এমন অঘটন কী ভাবে ঘটল তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। বিমান বন্দর সূত্রে খবর, এর ফলে বিমান ওঠানামায় কোনও প্রভাব পড়েনি। মাত্র কয়েক মিনিটের মধ্যেই দ্রুত পরিস্থিতি সামলে নেওয়া সম্ভব হয়েছে।