মণিরুল ইসলাম, উলুবেড়িয়া: দিন কয়েক পরেই মাধ্যমিক পরীক্ষা। কিন্তু তাঁর আগেই অঘটন। ভয়াবহ আগুনে পুড়ে গেল বাড়ি। সেই আগুনেই পুড়ল মাধ্যমিক পরীক্ষার্থীর অ্যাডমিট কার্ড। পুড়ে গেল বইখাতা-সহ পরীক্ষার জন্য তৈরি করা নোটসপত্রও। ঘটনার পর থেকেই কান্নায় ভেঙে পড়েছেন রেনুইয়া খাতুন। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে উলুবেড়িয়ার বাগনান থানার হালান গ্রাম পঞ্চায়েতের খাড়োল পাড়া এলাকায়।
মঙ্গলবার গভীর রাতে আখতার আলির বাড়িতে আগুন লাগে। একান্তবর্তী পরিবার হওয়ায় মোট ১৬ জন সদস্য ওই দোতলা বাড়িতে বাস করেন। নিমেষে সেই আগুন ছড়িয়ে পড়ে গোটা বাড়িতে। প্রাণ বাঁচাতে বাড়ি থেকে বেরিয়ে এসেছিলেন বাসিন্দারা। তার মধ্যেই গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়। দমকলের দুটি ইঞ্জিন কয়েক ঘণ্টার চেষ্টায় ওই আগুন নিয়ন্ত্রণে আনে।
ওই পরিবারের রিয়াজুল আলমের কন্যা রেনুইয়া খাতুন এবার মাধ্যমিক পরীক্ষার্থী। তার সব বইপত্র, নোটস আগুনে পুড়ে গিয়েছে। রক্ষা করা যায়নি পরীক্ষার অ্যাডমিট কার্ড, রেজিস্ট্রেশন কার্ড-সহ অন্যান্য গুরুত্বপূর্ণ নথি। এবার কীভাবে সে পরীক্ষা দেবে? কীভাবে শেষ মুহূর্তের প্রস্তুতি নেবে? সেই ভেবেই মাথায় হাত রেনুইয়ার। ঘটনার আতঙ্ক, ভয়ে কেঁদে চলেছে সে। আগুনের আঁচে সে নিজেও জখম হয়েছে। স্থানীয় হাসপাতালে চিকিৎসার পর তাকে ছেড়ে দেওয়া হয়েছে। সে কি এবার পরীক্ষায় বসতে পারবে? সেই আতঙ্কও তাড়া করছে ওই ছাত্রীকে।
গ্রাম পঞ্চায়েতের প্রধান শেখ মাসুদ বলেন, “ওই মাধ্যমিক পরীক্ষার্থী যাতে পরীক্ষায় বসতে পারে, সেজন্য প্রশাসন সর্বোচ্চ চেষ্টা করবে। এছাড়া যাদের গুরুত্বপূর্ণ তথ্য পুড়ে গিয়েছে, প্রশাসন তাঁদেরও সাহায্য করবে।” জানা গিয়েছে, ওই আগুনে তিন জন গুরুতর জখম হয়েছেন। তাঁরা স্থানীয় হাসপাতালে ভর্তি করেছেন। সব হারিয়ে ওই একান্নবর্তী পরিবার এখন খোলা আকাশের নীচে দাঁড়িয়েছে। কীভাবে আগুন লাগল? সেই বিষয় তদন্ত করে দেখছে পুলিশ ও দমকল।