শিশুকে যৌন নির্যাতনে ১০ বছরের কারাদণ্ড জলপাইগুড়ি পকসো আদালতের
প্রতিদিন | ০৫ ফেব্রুয়ারি ২০২৫
শান্তনু কর, জলপাইগুড়ি: মাত্র ছয় বছরের স্কুলছাত্রীর উপর যৌন নির্যাতনের অভিযোগ। সেই ঘটনায় গ্রেপ্তার হয়েছিল এক রিকশাচালক। ২০১৬ সালের ওই ঘটনায় পকসো আদালতে বুধবার সাজা ঘোষণা হল। অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিল জলপাইগুড়ির বিশেষ পকসো আদালত।
আদালত সূত্রে খবর, ডুয়ার্সের মাল মহকুমা এলাকার বাসিন্দা এক ছয় বছরের ছাত্রীর উপর ২০১৬ সালে যৌন নির্যাতন চালানো হয়েছিল। ওই রিকশাচালকের গাড়িতেই প্রতিদিন সে স্কুলে যাতায়াত করত। ২০১৬ সালের আগস্ট মাসে স্কুল থেকে ওই রিকশাতেই বাড়ি ফিরছিল ওই নাবালিকা। সে সময় তাকে যৌন হেনস্থা করা হয়। বাড়িতে এসে প্রথমে কিছু বলেনি সে। পরে বাড়িতেই অসুস্থ হয়ে পড়েছিল ওই শিশু। পরে বাড়ির লোকরা জানতে চাইলে সব কথা খুলে বলে।
সেই বক্তব্যের ভিত্তিতেই থানায় অভিযোগ দায়ের হয়। তদন্তে নেমে পুলিশ ওই রিকশাচালককে গ্রেপ্তার করে। যদিও পরে সেই অভিযুক্ত জামিনে মুক্ত হয়। তবে জলপাইগুড়ির বিশেষ পকসো আদালতে মামলা চলতে থাকে। চিকিৎসক-সহ আটজনের সাক্ষ্য ও প্রমাণ দাখিল হয় আদালতে। তার ভিত্তিতেই এদিন ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিলেন বিচারক। ওই পরিবারকে চার লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার জন্য জেলা লিগাল এইড সার্ভিস অথরিটিকে নির্দেশ দেওয়া হয়েছে। এই সাজা ঘোষণার পরেই আদালতকে ধন্যবাদ দিয়েছে ওই পরিবার।