• পাচার রুখতে গিয়ে গঙ্গারামপুরে আক্রান্ত বিএসএফ জওয়ান
    প্রতিদিন | ০৫ ফেব্রুয়ারি ২০২৫
  • সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পাচার রুখতে গিয়ে আক্রান্ত হলেন এক বিএসএফ জওয়ান। বুধবার ভোরে ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরের মল্লিকপুর সীমান্তে। নিষিদ্ধ কফ সিরাফ নিয়ে বাংলাদেশ থেকে সীমান্ত পেরনোর চেষ্টা করছিলেন পাঁচ পাচারকারী। বিএসএফ জওয়ানরা তাঁদের বাধা দেন। তখনই বিএসএফ জওয়ানদের উপর পালটা হামলা চালানো হয় বলে অভিযোগ।

    বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতিতে বাংলার সীমান্ত এলাকার উপর চাপ বাড়ছে। অনুপ্রবেশ ইস্যু তো আছেই। পাশাপাশি জঙ্গি আনাগোনার সম্ভাবনার আশঙ্কাও থাকছে। শীতের রাতে পাচারকারীরাও সক্রিয় থাকছেন। সীমান্ত এলাকায় কড়া নজরদারি চালাচ্ছেন বিএসএফ জওয়ানরা। সেই আবহেই গঙ্গারামপুরের মল্লিকপুর সীমান্ত এলাকা দিয়ে পাচারের চেষ্টায় এদেশে ঢোকার চেষ্টা করছিলেন পাঁচ পাচারকারী।

    নিষিদ্ধ কফ সিরাফ নিয়ে তাঁরা সীমান্তের জাল কেটে এপাড়ে এসেছিলেন। জওয়ানরা তাঁদের সীমান্ত পেরতে বারবার নিষেধ করলেও কথা কানে তোলেননি। জওয়ানরা তাঁদের বাধা দিলে পালটা হামলা চালান পাচারকারীরা। এক জওয়ানের রাইফেল ছিনিয়ে নেওয়ার চেষ্টাও হয়। হামলায় জখম হন অরফেস কুমার নামে এক বিএসএফ জওয়ান। এরপরেই পালটা আক্রমণ চালানো হয় বিএসএফের পক্ষ থেকে। পাচারকারীদের লক্ষ্য করে চালানো হয় গুলি।

    ঘটনায় এক পাচারকারী যুবক গুলিবিদ্ধ হন। বাকিরা এলাকা থেকে পালিয়ে যান। জখম জওয়ান ও পাচারকারীকে উদ্ধার করে গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পুরো ঘটনা খতিয়ে দেখছে বিএসএফ ও পুলিশ। হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁরা দুজনে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনার খবর পেয়ে এলাকায় যান বিএসএফের আধিকারিকরাও। ঘটনার পর থেকেই এলাকায় চাপা আতঙ্ক রয়েছে।
  • Link to this news (প্রতিদিন)