সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কাঁকুড়গাছিতে একটি পয়েন্ট বিকল। তার ফলে দমদম থেকে শিয়ালদহের মাঝে থমকে একের পর এক ট্রেন। চরম ভোগান্তি যাত্রীরা। রেল কর্তৃপক্ষের দাবি, যত তাড়াতাড়ি সম্ভব পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছে। তার ফলে বিপাকে নিত্যযাত্রীরা।
যাত্রীদের দাবি, বুধবার বেলা ১২টার পর কাঁকুড়গাছির আগে দমদম-শিয়ালদহের মধ্যে একের পর এক লোকাল ট্রেন দাঁড়িয়ে পড়ে। দত্তপুকুর, ডানকুনি, হাসনাবাদ, গোবরডাঙা লোকাল দাঁড়িয়ে পড়ে। তার ফলে গন্তব্যে পৌঁছতে বিপাকে পড়েন বহু যাত্রী। কেউ কেউ আবার ট্রেন থেকে নেমে লাইন ধরে হাঁটতে থাকেন। রেল কর্তৃপক্ষের দাবি, কাঁকুড়গাছিতে পয়েন্ট খারাপ হয়ে যায়। তার ফলে ১, ২ এবং ৪ নম্বর লাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। যত তাড়াতাড়ি সম্ভব পরিষেবা স্বাভাবিক করার চেষ্টা চলছে।
গত সপ্তাহেই বালিগঞ্জ এবং কাঁকুড়গাছিতে নন ইন্টারলকিংয়ের কাজ চলে। তার ফলে শুক্রবার রাত ১১টা বেজে ৫৯ মিনিট থেকে ট্রেন চলাচল বন্ধ রেখে কাজ শুরু হয়। সোমবার ভোর পর্যন্ত কাজ চলে। টানা ৫২ ঘণ্টা ধরে কাজ চলে। চরম ভোগান্তির শিকার হন যাত্রীরা। তার মাত্র কয়েকদিনের মধ্যে ফের কাঁকুড়গাছিতে পয়েন্ট বিকলে বিরক্ত যাত্রীরা। পরিষেবা নিয়ে ক্ষুব্ধ তাঁর। ট্রেন চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে।