পেট্রাপোল বন্দরে চাকরি দেওয়ার নামে ৫০ লক্ষ প্রতারণা! প্রচুর নথি-সহ পুলিশের জালে ১
প্রতিদিন | ০৫ ফেব্রুয়ারি ২০২৫
জ্যোতি চক্রবর্তী, বনগাঁ: বনগাঁয় পেট্রাপোল বন্দরে চাকরি দেওয়ার নামে লক্ষ লক্ষ টাকা তোলার অভিযোগ। স্থলবন্দরে চাকরির নিয়োগের জন্য একাধিক ভুয়ো কাগজপত্রও তৈরি হত। সেই অভিযোগে এবার গ্রেপ্তার করা হল সুব্রত মণ্ডল নামে এক ব্যক্তিকে। চাকরি দেওয়ার নামে একটা বড় চক্র কাজ করছে। এমনই মনে করছে পুলিশ-প্রশাসন।
বেশ কয়েক দিন ধরেই অভিযোগ উঠতে থাকে পেট্রাপোল বন্দরে চাকরি দেওয়ার নামে বেকার যুবকদের টাকা তোলা হচ্ছে। একাধিক বেকার যুবকদের থেকে লক্ষ লক্ষ টাকা তোলা হয়। পেট্রাপোল বন্দরের তরফ থেকেও এই বিষয়ে নড়েচড়ে বসা হয়েছিল। অভিযোগের ভিত্তিতে পুলিশ ঘটনার তদন্ত শুরু করে। ঘটনার তদন্তে নেমে বনগাঁর প্রতাপগড় থেকে গ্রেপ্তার করা হয়েছে সুব্রত মণ্ডল নামে এক ব্যক্তিকে। এদিন তাঁকে বনগাঁ আদালতে তোলা হয়।
প্রাথমিকভাবে পুলিশ জানিয়েছে, প্রায় ৫০ লক্ষ টাকা বাজার থেকে চাকরি দেওয়ার নামে তুলেছিলেন এই ব্যক্তি। শুধু তাই নয়, একাধিক ভুয়ো নিয়োগপত্রও পাওয়া গিয়েছে। পেট্রাপোল বন্দরের একাধিক নথিও উদ্ধার হয়েছে। একাধিক ভুয়ো নিয়োগপত্র দেখিয়ে টাকা তোলা হল। তেমন কথাও মনে করা হচ্ছে। পুলিশের অনুমান, এই ব্যক্তি একা নন। আরও একাধিক ব্যক্তি এই চক্রের সঙ্গে জড়িত। ধৃতকে এদিন পুলিশ হেফাজতে নেওয়ার আবেদন জানানো হয়।
এই ঘটনা নিয়ে তৃণমূলের বিরুদ্ধে আঙুল তুলেছে বিজেপি নেতা দেবদাস মণ্ডল। তিনি বলেন, “সুব্রত মণ্ডল ও তার পরিবার দীর্ঘদিন ধরে তৃণমূল করে। তৃণমূলের সংস্কৃতি চাকরির নামে টাকা তোলা। কেন্দ্রীয় সরকার বা বিজেপি এসব প্রশ্রয় দেয় না।” তৃণমূল বনগাঁ সহ-সভাপতি প্রসেনজিৎ ঘোষ এই অভিযোগ মানতে চাননি। তিনি আবার বিজেপির দিকেই আঙুল তুলেছেন।