• অন্ডালে সরস্বতী পুজোর অতিথিকে নিয়ে বিবাদ দু’পক্ষের, অনুষ্ঠানেই দেদারে ভোজালির কোপ, গুরুতর জখম ৪
    প্রতিদিন | ০৫ ফেব্রুয়ারি ২০২৫
  • সুদীপ বন্দ্যোপাধ্যায়, দুর্গাপুর: সরস্বতী পুজোর অনুষ্ঠান ঘিরে দুই কমিটির মধ্যে তীব্র বিবাদ। অনুষ্ঠানের মধ্যেই শুরু হয়ে যায় মারামারি। ভোজালি নিয়ে দেদারে চলে আক্রমণ। ধারালো অস্ত্রের কোপে জখম হয়ে হাসপাতালে ভর্তি চারজন। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে দুর্গাপুরের অন্ডালের নব কাজোড়া এলাকায়। পুলিশ ঘটনায় এখনও অবধি দুজনকে গ্রেপ্তার করেছে।

    ওই এলাকায় সরস্বতী পুজো উপলক্ষ্যে মঙ্গলবার একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেখানে পঙ্কজকুমার গড়কে অতিথি হিসেবে আমন্ত্রিত করা হয়। তিনি সেখানে যেতেই শুরু হয়ে যায় তীব্র বিবাদ। কেন তাঁকে অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে? সেই প্রশ্ন তুলে বিক্ষোভ দেখাতে থাকেন একপক্ষ। অনুষ্ঠান ছেড়ে চলে যেতে বলা হয়। ঘটনায় পুজো কমিটির লোকজনরা পালটা রুখে দাঁড়ায়। অনুষ্ঠান মঞ্চের সামনেই শুরু হয় উত্তেজনা।

    নিমেষে ওই এলাকা কার্যত রণক্ষেত্র হয়ে ওঠে। ছুরি, ভোজালি দিয়ে দুই পক্ষ হামলা চালাতে থাকে। ধারালো অস্ত্রের কোপে গুরুতর জখম হন পঙ্কজকুমার গড়, উপেন্দ্র কুমার, মহেন্দ্রপ্রসাদ গড়, রাজকুমার কহার নামে চারজন। তাঁদের দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয়। পরিস্থিতি সামাল দিতে অন্ডাল থানার বিশাল পুলিশ বাহিনী সেখানে পৌঁছয়। যোগীন্দ্র সিং ও বাবলু প্যাটেল নামে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। রাজকুমার কহারের স্ত্রী অর্চনা দেবীর অভিযোগ, “স্বামীকে ব্যাপক মারধর করেছে। ভোজালি দিয়ে মারায় হাসপাতালে ভর্তি করতে হয়েছে।”

    ঘটনার পর থেকে রাজনৈতিক রং লেগেছে। বিজেপির অভিযোগ, তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে এই বিবাদ হয়েছে। জেলার বিজেপির অন্যতম সাধারণ সম্পাদক শ্রীদীপ চক্রবর্তী বলেন, ”অন্ডালেও পুজোর অনুষ্ঠানকে ঘিরে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। যেখানে বাচ্চাদের নিয়ে অনুষ্ঠান চলছে, সেখানেই ভোজালির কোপ। এর থেকে লজ্জার বিষয় আর কী হতে পারে।” যদিও এই বিষয়কে গোষ্ঠীদ্বন্দ্ব মানতে নারাজ জেলা তৃণমূলের সহ-সভাপতি উত্তম মুখোপাধ্যায়। তিনি বলেন, “পুজো কমিটির মধ্যে বিবাদ। ঘটনায় মদত থাকতে পারে বিরোধীদের।” ঘটনায় এলাকায় চাঞ্চল্য রইয়েছে। আর কারা জড়িয়ে, খতিয়ে দেখছে পুলিশ।
  • Link to this news (প্রতিদিন)