মেলেনি অ্যাডমিট, মাধ্যমিকের ৫ দিন আগে কলকাতা হাই কোর্টে দায়ের মামলা
প্রতিদিন | ০৫ ফেব্রুয়ারি ২০২৫
গোবিন্দ রায়: মাধ্যমিক শুরু হতে হাতে গোনা বাকি পাঁচদিন। এখনও অ্যাডমিট পায়নি রাজ্যের বিভিন্ন প্রান্তের ৫০ জন পড়ুয়া। পর্ষদের অফিসে বিক্ষোভ দেখিয়েও লাভ হয়নি। এবার আদালতের দ্বারস্থ তারা। কলকাতা হাই কোর্টে দায়ের হয়েছে মামলা। আগামিকাল অর্থাৎ বৃহস্পতিবার শুনানির সম্ভাবনা।
আগামী ১০ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে চলতি বছরের মাধ্যমিক পরীক্ষা। শেষ মুহূর্তের প্রস্তুতি নিচ্ছে পড়ুয়ারা। কিন্তু আদৌ পরীক্ষা দিতে পারবে কি না, সেই নিয়ে সংশয়ে বাংলার ৫০ পড়ুয়া। কারণ, তারা এখনও পায়নি অ্যাডমিট কার্ড। এবিষয়ে সংশ্লিষ্ট দপ্তরে যোগাযোগ করেও কোনও লাভ হয়নি বলে খবর। পরবর্তীতে পর্ষদের বাইরে বিক্ষোভও দেখান পড়ুয়া ও অভিভাবকরা। কিন্তু তাতেও কোনও কাজ হয়নি। এরপরই আদালতের দ্বারস্থ হওয়ার সিদ্ধান্ত নেন অভিভাবকরা। বুধবার মাধ্যমিক শিক্ষা পর্ষদের বিরুদ্ধে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হন তারা। মামলার দায়ের করার অনুমতি দিয়েছেন বিচারপতি বিশ্বজিৎ বসু।
কিন্তু কেন এই সমস্যা? প্রধান শিক্ষক সংগঠনের তরফে জানানো হয়েছে, এই সমস্যার দায় সম্পূর্ণভাবে মধ্যশিক্ষা পর্ষদের। অনলাইনে ফর্ম ফিলাপে কোনও এডিট অপশন না থাকায় কিছু গন্ডগোল হয়েছে বলেই জানিয়েছেন তারা। কিন্তু এর সমাধানের উপায় অজানা। হাই কোর্টে গিয়ে পড়ুয়ারা পরীক্ষায় বসার অনুমতি পাবে? উত্তর অজানা।