• ৭ হোটেল, ৫ হসপিটাল, গলফ টাউনশিপ- বাংলায় ৫ বছরে ১৫,০০০ কোটি টাকা লগ্নি নেওয়াটিয়ার
    হিন্দুস্তান টাইমস | ০৫ ফেব্রুয়ারি ২০২৫
  • আগামী পাঁচ বছরে পশ্চিমবঙ্গে ১৫,০০০ কোটি টাকা লগ্নি করতে চলেছে অম্বুজা নেওয়াটিয়া গ্রুপ। বুধবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনের মঞ্চ থেকে অম্বুজা নেওয়াটিয়া গ্রুপের চেয়ারম্যান হর্ষ নেওয়াটিয়া জানিয়েছেন, পশ্চিমবঙ্গে নয়া হাসপাতাল গড়ে তোলা হচ্ছে। তাজ গ্রুপের সঙ্গে হাতে হাত মিলিয়ে গড়ে তোলা হচ্ছে একাধিক বিলাসবহুল হোটেল। জমি অধিগ্রহণের পরে গলফ থিমড টাউনশিপের কাজ শুরু হয়েছে। সেইসঙ্গে ন'টি আবাসন ও বাণিজ্যিক কমপ্লেক্স গড়ে তোলা হচ্ছে বলে জানিয়েছেন অম্বুজা নেওয়াটিয়া গ্রুপের চেয়ারম্যান।

    ১)  পশ্চিমবঙ্গে পাঁচটি হাসপাতাল তৈরির জন্য জমি অধিগ্রহণ করা হয়েছে। তিনটি হাসপাতাল কলকাতায় গড়ে তোলা হচ্ছে। একটি হাসপাতাল হচ্ছে শিলিগুড়িতে। বর্ধমানে গড়ে তোলা হচ্ছে একটি হাসপাতাল।

    ২) বিনিয়োগের অঙ্কটা হল ১,৫০০ কোটি টাকা।

    ৩) দুটি হাসপাতালের নির্মাণকাজ চলছে। চলতি বছরের মধ্যে ওই দুটি হাসপাতাল চালু হয়ে যাবে বলে আশাপ্রকাশ করেছেন অম্বুজা নেওয়াটিয়া গ্রুপের চেয়ারম্যান। সেইসঙ্গে তিনি দাবি করেছেন, চলতি বছরের মধ্যেই বাকি তিনটি হাসপাতালের কাজ শুরু হয়ে যাবে। 


    ১) অম্বুজা নেওয়াটিয়া গ্রুপের চেয়ারম্যান জানিয়েছেন, আপাতত পশ্চিমবঙ্গে ছ'টি হোটেল আছে। তাজ গ্রুপের সঙ্গে জোট বেঁধে আরও সাতটি লাক্সারি হোটেল গড়ে তোলা হচ্ছে। দার্জিলিং, কালিম্পং, গরুমারা অভয়ারণ্যের কাছে, দিঘা, সুন্দরবন এবং শান্তিনিকেতেনে হোটেল তৈরি করা হবে। রায়চকে যে হোটেল আছে, সেটা ঢেলে সাজানো হচ্ছে। মোট ৬৫০ শয্যা থাকবে। বিনিয়োগ ১,২০০ কোটি টাকা।

    ২) কলকাতা এবং শিলিগুড়িতে দুটি চিরাচরিত হোটেল গড়ে তোলা হচ্ছে।বিনিয়োগের অঙ্ক ১,৫০০-১,৬০০ কোটি টাকা। শয্যার সংখ্যা ৮০০। 


    ১) অম্বুজা নেওয়াটিয়া গ্রুপের চেয়ারম্যান জানিয়েছেন, পশ্চিমবঙ্গে গলফ থিমড টাউনশিপ গড়ে তোলা হচ্ছে। সেজন্য ২৪০ একর জমি অধিগ্রহণ করা হয়েছে। সেই কাজটার জন্য সাত-আট বছর লেগে গিয়েছে বলে জানিয়েছেন অম্বুজা নেওয়াটিয়া গ্রুপের চেয়ারম্যান।

    ২)  প্রাথমিক কাজ শুরু হয়ে গিয়েছে। ২০২৫ সালের মধ্যে পুরোদমে কাজ শুরু হয়ে যাবে বলে আশাপ্রকাশ করেছেন অম্বুজা নেওয়াটিয়া গ্রুপের চেয়ারম্যান।

    ৩) ১৮ হোল চ্যাম্পিয়নশিপ গলফ কোর্স থাকবে। থাকছে হোটেল, ক্লাব হাউসের মতো বিভিন্ন ব্যবস্থা।

    ৪) বিনিয়োগের অঙ্কটা হল ৫,০০০ কোটি টাকা।


    ১) অম্বুজা নেওয়াটিয়া গ্রুপের চেয়ারম্যান জানিয়েছেন, আগামী চার-পাঁচ বছরে ন'টি আবাসন ও বাণিজ্যিক কমপ্লেক্স গড়ে তোলা হবে। 

    ২) ১০.৫ মিলিয়ন স্কোয়ার ফুট জায়গায় সেটা হবে। 

    ৩) বিনিয়োগের অঙ্ক হল ৬,৫০০ কোটি টাকা।
  • Link to this news (হিন্দুস্তান টাইমস)