• মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য ফ্রি বাস পরিষেবা পূর্ব মেদিনীপুরে
    এই সময় | ০৬ ফেব্রুয়ারি ২০২৫
  • এই সময়: আগামী ১০ ফেব্রুয়ারি সোমবার থেকে মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে। নির্দিষ্ট সময়ে যাতে পরীক্ষার্থীরা পরীক্ষা কেন্দ্রে পৌঁছতে পারে, তার জন্য বিশেষ ব্যবস্থা করছে পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন।

    বুধবার তমলুকে জেলাশাসকের দপ্তরে জেলা পরিবহণ দপ্তরের আধিকারিক, জেলার বিভিন্ন বাস মালিক সংগঠনের প্রতিনিধিদের নিয়ে বৈঠক করেন অতিরিক্ত জেলাশাসক (সাধারণ) শৌভিক চট্টোপাধ্যায়। জানা গিয়েছে, মাধ্যমিক পরীক্ষার্থীরা এই সময়ে যাতে ফ্রিতে সরকারি বা বেসরকারি বাসে চড়ার সুবিধা পায়, তা নিশ্চিত করতে বলা হয়েছে।

    এ ব্যাপারে প্রশাসন প্রস্তাব দিয়েছিল বাস মালিক সংগঠনগুলিকে। তা মান্যতা দিয়েছেন তাঁরা। পাশাপাশি রাস্তায় যানজট মুক্ত রাখতে পরীক্ষা শুরু ও শেষের এক ঘণ্টা আগে ভারী যানবাহন নিয়ন্ত্রণ ও ট্র্যাফিক যথাযথ ভাবে সামলানোর কথা বলা হয়েছে।

    এ দিন গোটা জেলার বিভিন্ন বাস মালিকদের সংগঠনের প্রতিনিধিরা এই বৈঠকে উপস্থিত ছিলেন। পূর্ব মেদিনীপুর ইউনিফাইড বাস মালিক সমিতির সম্পাদক শিবপ্রসাদ বেরা বলেন, ‘প্রশাসন মাধ্যমিক পরীক্ষার দিনগুলিতে পরীক্ষার্থীদের ফ্রিতে বাসে করে পরীক্ষা কেন্দ্র পৌঁছে দেওয়ার কথা জানিয়েছিল। জেলাশাসকের নির্দেশকে মান্যতা দিয়ে আমরা বিষয়টি মেনে নিয়েছি।’

    জেলার পরিবহণ আধিকারিক (আরটিও) সজল অধিকারী বলেন, ‘এ ব্যাপারে তো আমরা সিদ্ধান্ত নিতে পারি না। আমরা অনুরোধ করেছিলাম বাস মালিকদের। জেলার সমস্ত বাস মালিক সংগঠন আমাদের প্রস্তাবে রাজি হয়েছেন। পরীক্ষার দিনগুলি মাধ্যমিক পরীক্ষার্থীরা বিনা ভাড়ায় যাতায়াত করতে পারবে।’ এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন অভিভাবকরাও।

  • Link to this news (এই সময়)