• ইলেকট্রিক শক দিয়ে 'খুন' করা হল হাতি, বন দপ্তরের হাতে গ্রেপ্তার ১...
    আজকাল | ০৬ ফেব্রুয়ারি ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক:  আজকাল ওয়েবডেস্ক: ইলেকট্রিক শক দিয়ে হাতিকে 'খুন'। বন দপ্তরের তৎপরতায় গ্রেপ্তার এক অভিযুক্ত। গত অক্টোবর মাসে গজলডোবার কাছে দুধিয়া গ্রামে একটি হাতির অস্বাভাবিক মৃত্যু হয়। হাতিটির শরীরের অনেক জায়গায় পোড়া ক্ষতচিহ্ন ছিল। প্রাথমিকভাবে বন দপ্তরেরও সন্দেহ হয় হাতিটিকে ইলেকট্রিক শক দিয়ে হত্যা করা হয়ে থাকতে পারে। 

    মৃত হাতিটির ময়নাতদন্ত করার পরেই গোটা বিষয়টি পরিষ্কার হয়। দেখা যায়, বন দপ্তরের আশঙ্কাই সত্যি। ইলেকট্রিক শক দিয়েই হাতিটিকে হত্যা করা হয়েছে। তদন্তে নেমে দু'জন সন্দেহভাজনকে চিহ্নিত করে বন দপ্তর। কিন্তু তাদের খোঁজ করলে জানা যায়, ঘটনার পর থেকেই তারা বেপাত্তা। এরপর আদালতের মাধ্যমে ওই দুজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। মঙ্গলবার একজনকে গ্রেপ্তার করা হয়। বেলাকোবা রেঞ্জের  চিরঞ্জিত পাল জানান, গোপন সূত্রে খবর পাওয়া যায়   দুই সন্দেহভাজনের মধ্যে একজন এলাকায় ঘোরাঘুরি করছে। সেইমতো অভিযান চালিয়ে তাকে ধরা হয়েছে।
  • Link to this news (আজকাল)