• সাংগঠনিক নির্বাচন নিয়ে ধুন্ধুমার, নদীয়ায় বিজেপি অফিসে কর্মীদের ভাঙচুর ...
    আজকাল | ০৬ ফেব্রুয়ারি ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: বিজেপির নির্বাচন ঘিরে ধুন্ধুমার। ভাঙচুর করা হল দলীয় কার্যালয়ের চেয়ার, টেবিল। বুধবার ঘটনাটি ঘটেছে নদীয়া দক্ষিণ সাংগঠনিক জেলা বিজেপির কার্যালয়ে। দলের একাংশের অভিযোগ, উচ্চ নেতৃত্ব টাকার বিনিময়ে অস্বচ্ছতার সঙ্গে মণ্ডল সভাপতি নির্বাচিত করেছেন। 

    মণ্ডল সভাপতির এই নির্বাচন ঘিরে প্রথম থেকেই ছিল টানটান উত্তেজনা। এরপর তালিকা প্রকাশ হতেই ক্ষোভে ফেটে পড়েন বিজেপি কর্মীদের একটি বড় অংশ। তাঁদের অভিযোগ, তাঁদের উচ্চ নেতৃত্ব টাকার বিনিময়ে অস্বচ্ছতার সঙ্গে মণ্ডল সভাপতি নির্বাচিত করেছেন। বারবার এবিষয়ে তাঁদের বলা হলেও তাঁরা কর্ণপাতই করেননি। কর্মীদের কথার গুরুত্ব না দিয়ে নিজেদের পছন্দমতো লোকের নাম ঢুকিয়ে দিয়ে তালিকা তৈরি করে দিয়েছেন। 

    যদিও অভিযোগ অস্বীকার করেছে জেলা বিজেপি নেতৃত্ব। নদীয়া দক্ষিণের প্রাক্তন বিজেপির সম্পাদক স্বপন ঘোষ জানান, আমাদের 'ইলেকশন' হয়েছিল কিন্তু রাজ্য নেতৃত্ব 'সিলেকশন' করে দেয়। আমরা সেটা মেনে নিয়েছি। অভিযোগ, ভোটাভুটিতে যাদের নাম এক নম্বরে ছিল তাঁদের নাম তিন বা চার নম্বরে পাঠিয়ে দেওয়া হয়েছে। আবার তিন বা চার নম্বরের নাম তুলে নিয়ে আসা হয়েছে এক নম্বরে। নতুন করে তালিকা তৈরি করতে হবে এই দাবি নিয়ে দুপুর থেকেই সরগরম ছিল বিজেপি অফিস। শেষ পর্যন্ত ধৈর্য্য হারিয়ে একদল সমর্থক অফিসের চেয়ার, টেবিল ভাঙচুর করে বলে অভিযোগ।
  • Link to this news (আজকাল)