ফের গুলেন বেরি সিনড্রোমে আক্রান্ত হয়ে ভর্তি কোচবিহার এমজেএন মেডিক্যাল কলেজে ও হাসপাতালে...
আজকাল | ০৬ ফেব্রুয়ারি ২০২৫
আজকাল ওয়েবডেস্ক : ফের গুলেন-বেরি সিনড্রোমে আক্রান্ত কোচবিহারের এক রোগী। বুধবার ওই রোগীকে ভর্তি করা হল কোচবিহার এমজেএন মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। এই নিয়ে এখনও পর্যন্ত কোচবিহার জেলায় গুলেন-বেরিতে আক্রান্ত ৫ জন। এভাবে জেলাজুড়ে গুলেন বেরির সংখ্যা বাড়ায় চিন্তিত চিকিৎসকেরা।
জানা গিয়েছে, জানুয়ারি মাসের শেষের দিকে কোচবিহারের এক শিশুর শরীরে প্রথম গুলেন-বেরির উপসর্গ ধরা পড়ে। তড়িঘড়ি তাকে শিলিগুড়ির এক বেসরকারি হাসপাতালে চিকিৎসা করানো হয়। তারপর কোচবিহার জেলার তুফানগঞ্জ মহকুমায় ১ জন ও কোচবিহার-২ ব্লকের ৩ জনের শরীরে এই রোগ ধরা পড়ে। এদিন ফের এক মহিলা গুলেন বেরির উপসর্গ নিয়ে ভর্তি হন কোচবিহার এমজেএন মেডিক্যাল কলেজে। পরবর্তী সময়ে চিকিৎসকরা নিশ্চিত হন ওই রোগী গুলেন-বেরিতেই আক্রান্ত। এই রোগের আক্রান্ত রোগীদের সুস্থ করার জন্য প্রয়োজন একটি বিশেষ ইনজেকশন। এই ইনজেকশন বর্তমানে কোচবিহার এমজেএন মেডিকেল কলেজ ও হাসপাতালে প্রায় ১০ হাজারের মতো রয়েছে বলে মেডিক্যাল কলেজ ও হাসপাতাল সূত্রে খবর।
এবিষয়ে কোচবিহার এমজেএন মেডিক্যাল কলেজ ও হাসপাতালের এমএসভিপি ডাঃ সৌরদীপ রায়ের বলেন,' আমাদের জেলায় এখনও পর্যন্ত গুলেন-বেরিতে মোট ৫ জনের উপসর্গ দেখা গিয়েছে। আজ একজন মহিলা ওই রোগের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছেন। আমরা প্রতিটি রোগীর দিকে সজাগ দৃষ্টি রেখেছি। তাঁরা যাতে দ্রুত সুস্থ হয়ে ওঠেন তার জন্য সবরকম চেষ্টা করা হচ্ছে। এখন আমাদের মেডিক্যাল কলেজে গুলেন-বেরির উপসর্গ প্রতিরোধে প্রায় ১০ হাজারের মতো বিশেষ ইনজেকশন রয়েছে। পাশাপাশি সবাইকে বলব মাস্ক পড়ুন।’