• কলকাতায় ফের রহস্যমৃত্যু, ফ্ল্যাট থেকে উদ্ধার মহিলার দেহ
    আজকাল | ০৬ ফেব্রুয়ারি ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক:‌ ফের কলকাতায় রহস্যমৃত্যু মহিলার। এবার কলকাতার গাঙ্গুলিবাগান এলাকায়। ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছে মহিলার ঝুলন্ত দেহ। 

    পুলিশ জানিয়েছে, মৃত মহিলা পেশায় বিউটিশিয়ান। দক্ষিণ কলকাতার নেতাজিনগরে ফ্ল্যাটের নিচেই বিউটি পার্লার রয়েছে তাঁর। ফ্ল্যাটে স্বামী এবং চার বছরের কন্যাসন্তানকে নিয়ে থাকতেন ওই মহিলা। স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সকালে মেয়েকে এক প্রতিবেশীর বাড়িতে দিয়ে যান ওই মহিলা। বিউটি পার্লার কর্মীর দাবি, ওই সময়ের মাঝে পার্লারে আসেন ওই মহিলা। ফোনে দীর্ঘক্ষণ ব্যস্ত ছিলেন। সম্ভবত স্বামীর সঙ্গে কথা বলছিলেন তিনি। এরপর ফ্ল্যাটে চলে যান।

    এদিকে, দীর্ঘক্ষণ কেটে যাওয়ার পর মহিলার মেয়েকে ফ্ল্যাটে দিতে যান প্রতিবেশী। দরজা ভিতর থেকে বন্ধ ছিল না। ডাকাডাকি করে সাড়াশব্দ না পাওয়ায় দরজা ঢেলে ভিতরে ঢোকেন প্রতিবেশী। ঘরে ঢুকেই দেখেন ভিতরে ঝুলন্ত অবস্থায় রয়েছেন ওই মহিলা। খবর দেওয়া হয় নেতাজি নগর থানায়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মহিলার দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। খবর দেওয়া হয় মহিলার বাপের বাড়িতেও। ওই মহিলাকে খুন করা হয়েছে বলেই দাবি বাপের বাড়ির লোকজনের। খুন নাকি আত্মহত্যা, তা খতিয়ে দেখছে পুলিশ। ওই মহিলার প্রতিবেশী এবং বাপের বাড়ির লোকজনের সঙ্গে কথা বলছে পুলিশ। 
  • Link to this news (আজকাল)