• আগামীকালই কয়েক ডিগ্রি বাড়বে তাপমাত্রা, তবে ফের নামবে পারদ! কবে থেকে?
    ২৪ ঘন্টা | ০৬ ফেব্রুয়ারি ২০২৫
  • সন্দীপ প্রামাণিক: এসে গেল বুধবারের বিকেলের আবহাওয়ার আপডেট। জানিয়ে দিলেন আলিপুর আবহাওয়া দফতরের অধিকর্তা হাবিবুর রহমান বিশ্বাস। কী বললেন তিনি? বললেন, আগামী পাঁচ দিন শুষ্ক আবহাওয়া। ঘন কুয়াশা থাকবে বেশ কিছু জেলায়।‌ ঘন কুয়াশার দাপট থাকবে দক্ষিণবঙ্গের আট জেলায়।

    উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর কলকাতা হাওড়া হুগলি এবং নদীয়া জেলার বেশ কিছু অংশে ঘন কুয়াশার সতর্কতা। দৃশ্যমানতা ২০০ মিটার থেকে ৫০ মিটারের মধ্যে নেমে যাওয়ার সম্ভাবনা। বাকি জেলায় সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা।

    উত্তরবঙ্গে ঘন কুয়াশা তিন জেলায়। উত্তর দিনাজপুর কোচবিহার এবং জলপাইগুড়িতে ঘন কুয়াশার সর্তকতা। দৃশ্যমানতা ৫০ মিটারে নেমে আসতে পারে। বাকি জেলাতেও সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা।

    জলীয় বাষ্পের কারণে আংশিক মেঘলা আকাশ। বাড়বে রাতের তাপমাত্রা বা সর্বনিম্ন তাপমাত্রা। ন্যূনতম আপেক্ষিক আর্দ্রতা ও বেশ কিছুটা বেড়ে যেতে পারে। আগামীকাল দু থেকে তিন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বেড়ে যেতে পারে। শুক্রবার থেকে ক্রমশ নামবে পারদ। শনিবারে এক ধাক্কায় অনেকটা তাপমাত্রা নেমে যেতে পারে। শুক্রবার থেকে রবিবারের মধ্যে ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমতে পারে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ সব জেলায়।

    কলকাতাতেও আপাতত শুষ্ক আবহাওয়া। সকালের দিকে ঘন কুয়াশা ;কোথাও মাঝারি কুয়াশা। পরিষ্কার আকাশ। বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। আগামীকাল নূন্যতম তাপমাত্রা ২১ ডিগ্রি সেলসিয়াসে যেতে পারে। সর্বোচ্চ তাপমাত্রাও ২৮ ডিগ্রি সেলসিয়াসের ঘরে থাকতে পারে। শনিবারের মধ্যে ফের তাপমাত্রা কমে যেতে পারে অনেকটাই। নতুন করে ১৬ ডিগ্রি থেকে ১৭ ডিগ্রি সেলসিয়াসের ঘরে তাপমাত্রা চলে যেতে পারে। কলকাতাতেও কুয়াশার দাপট। কলকাতা বিমানবন্দরে বিমান চলাচলে প্রভাব পড়তে পারে। প্রভাব পড়তে পারবে দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গে সড়ক ও রেল পরিষেবাতেও।

  • Link to this news (২৪ ঘন্টা)