• স্যালাইন-কাণ্ড: মৃত মামণি রুইদাসের সদ্যোজাত ছুটি পেল হাসপাতাল থেকে, মায়ের দুধ না পেয়ে সমস্যা!
    আনন্দবাজার | ০৬ ফেব্রুয়ারি ২০২৫
  • মেদিনীপুর মেডিক্যাল কলেজ থেকে বুধবার ছুটি পেল মৃত মামণি রুইদাসের পুত্র সন্তান। গত ২৮ জানুয়ারি থেকে ওই হাসপাতালের মাতৃমা বিল্ডিংয়ের শিশু বিভাগে ভর্তি ছিল শিশুটি। পেটের সমস্যা হওয়ায় দ্বিতীয় বার হাসপাতালে ভর্তি করানো হয়েছিল তাকে। পরিবারের দাবি, মায়ের দুধ না পেয়ে ভুগছে শিশুটি। প্রশাসনের তরফে তার পরিবারকে বেবিফুড সরবরাহ করা হচ্ছে।

    জানুয়ারি মাসের শুরুতে মেদিনীপুর মেডিক্যাল কলেজে সন্তানের জন্ম দেওয়ার পরে অসুস্থ হয়ে পড়েছিলেন মামণি-সহ পাঁচ প্রসূতি। পরে মামণির মৃত্যু হয়। অভিযোগ উঠেছিল, স্যালাইন নিয়ে অসুস্থ হয়ে পড়েছিলেন তাঁরা। মামণির চার বছরের এক কন্যাসন্তানও রয়েছে। মামণির মৃত্যুর পরে তাঁর পুত্রকে বাড়িতে নিয়ে গিয়েছিল পরিবার। কিন্তু বাড়ি গিয়ে অসুস্থ হয়ে পড়ায় তাকে আবার মেদিনীপুর মেডিক্যাল কলেজে ভর্তি করানো হয়। চিকিৎসার পরে সে ছাড়াও পায়।

    শেষে গত ২৮ জানুয়ারি শিশুটিকে আবার হাসপাতালে ভর্তি করায় তার পরিবার। মামণির স্বামী দেবাশিস রুইদাস বলেন, ‘‘গত সপ্তাহে ছেলেকে বাড়ি নিয়ে গিয়েছিলাম। আবার অসুস্থ হয়ে পড়ায় চন্দ্রকোনা থেকে মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করানো হয়।’’ তিনি আরও জানান, খাবারের সমস্যা হচ্ছে সদ্যোজাতের। তা থেকেই পেটে সমস্যা দেখা দিয়েছিল। হাসপাতালে একাধিক পরীক্ষা-নিরীক্ষা করানো হয় শিশুটির। এর পরে বুধবার বিকেলে তাকে ছুটি দেওয়া হয়।

  • Link to this news (আনন্দবাজার)