ম্যানহোলে নেমে তিন শ্রমিকের মৃত্যুর ঘটনায় তীব্র উষ্মা প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার রাজ্য মন্ত্রিসভার বৈঠক ছিল নবান্নে। সূত্রের দাবি, সেখানে এই ঘটনা নিয়ে মুখ্যমন্ত্রী সতর্ক করেন রাজ্যের বিপর্যয় মোকাবিলা দফতরের মন্ত্রী জাভেদ খানকে। একই সঙ্গে কলকাতা পুরসভাকেও এ ব্যাপারে তৎপর হওয়ার নির্দেশ দিয়েছেন তিনি। সংশ্লিষ্ট সূত্র আরও জানাচ্ছে, এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্তও চান মুখ্যমন্ত্রী।
প্রশাসনিক সূত্র জানাচ্ছে, এ দিনের বৈঠকে মুখ্যমন্ত্রী কার্যত ভর্ৎসনার সুরে জানান, এমন ঘটনা বরদাস্ত করা যায় না। জাভেদের উদ্দেশ্যে মমতা জানান, তেমন হলে বানতলার সংগঠনও ভেঙে দিতে পারেন তিনি। যদিও জাভেদ জানিয়েছিলেন, বিষয়টি সরাসরি তাঁর দফতরের সঙ্গে সম্পর্কযুক্ত নয়। বরং, তা পুর বিভাগের কাজ। সেই সূত্রে মুখ্যমন্ত্রী কলকাতার মেয়রকেও বিষয়টি দেখার নির্দেশ দিয়েছেন।
প্রসঙ্গত, গত রবিবার সকালে বানতলা চর্মনগরীতে ম্যানহোল থেকে জল বেরোনো বন্ধ করতে ভিতরে নেমেছিলেন এক ঠিকা শ্রমিক। তাঁর সাড়াশব্দ না পাওয়ায় ম্যানহোলে নামেন আর এক জন শ্রমিক। পরে তৃতীয় এক জন শ্রমিকও নেমেছিলেন পরিস্থিতি দেখতে। কিন্তু, বিষাক্ত গ্যাসে তিন জনেরই মৃত্যু হয়। সম্প্রতি ম্যানহোলে শ্রমিক নামানো নিয়ে কলকাতা-সহ ছ’টি শহরকে সতর্ক করেছে সুপ্রিম কোর্ট। শ্রমিকদের একাধিক সুরক্ষা-পদক্ষেপের নির্দেশও দেওয়া হয়েছে। তার পরেও ম্যানহোলে কেন শ্রমিকদের নামানো হয়েছিল, তা-ই এখন প্রশ্নের মুখে পড়েছে।
বিশ্লেষকদের একাংশের বক্তব্য, বানতলায় যে সংগঠন রয়েছে, তার সঙ্গে যুক্ত রয়েছেন মন্ত্রী জাভেদ। সম্ভবত সেই কারণে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী ওই সংগঠন ভেঙে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছিলেন। যদিও পরে স্থির হয়েছে, গোটা ঘটনা অনুসন্ধান করে দেখবে প্রশাসন।