পুলিশ বিভাগকে মজবুত করার বার্তা বিগত বেশ কিছু সময় ধরেই দিয়ে আসছে রাজ্য সরকার। বিশেষত, প্রশাসনিক মূল্যায়ন বৈঠকগুলিতে পুলিশকে আরও সক্রিয় হওয়ার নির্দেশ দিয়ে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। সূত্রের দাবি, সেই সূত্রেই কলকাতা পুলিশে এক ডজন নতুন উচ্চ পদ তৈরির ব্যাপারে মঙ্গলবার ছাড়পত্র দিয়েছে রাজ্য মন্ত্রিসভা।
প্রশাসনিক সূত্রের দাবি, এ দিনের বৈঠকে কলকাতা পুলিশে ১২টি উপ-নগরপালের পদ সৃষ্টির প্রস্তাবে সিলমোহর পড়েছে। তাৎপর্যপূর্ণ ভাবে, তার মধ্যে পাঁচ জন উপ-নগরপাল শুধুমাত্র তদন্তের কাজ দেখবেন। আর জি কর-কাণ্ডের পরে পুলিশি তদন্ত আরও আঁটোসাঁটো করার প্রক্রিয়া শুরু হয়েছিল প্রশাসনের অন্দরে। এই সিদ্ধান্ত তার সঙ্গে সম্পর্কযুক্ত বলে মনে করছেন বিশ্লেষকদের একাংশ। তাঁদের মতে, তদন্তের প্রাথমিক পর্যায় থেকে তা শেষ হওয়া পর্যন্ত পুরো কর্মকাণ্ডের উপরে নির্ভর করে প্রকৃত অপরাধীর সাজা পাওয়ার বিষয়টি। আদালতে মজবুত তথ্যপ্রমাণ না থাকলে যা সম্ভব হয় না। সেই কারণে তদন্তে নিবিড় নজরদারির জন্যই এই পদক্ষেপ করতে পারে নবান্ন। সূত্রের আরও দাবি, এই পদগুলি আইপিএস-দের জন্য নথিবদ্ধ (ক্যাডার-পোস্ট) থাকবে না। বরং, সহকারী নগরপালেরা পদোন্নতি পেয়ে এই পদে যাবেন। এই পদ গঠনের প্রস্তাব জমা পড়েছিল পুলিশের সর্বোচ্চ মহল থেকেই। যা মেনে নিল রাজ্য সরকার।