আরজি কর মেডিক্যাল কলেজে আর্থিক দুর্নীতি মামলায় বিচারপ্রক্রিয়ার গতি কমানোর আর্জি জানিয়ে ফের কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হলেন আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। গত সাত দিনের মধ্যে এই নিয়ে দু’বার একই বিষয় নিয়ে আবেদন করলেন সন্দীপেরা। একক বেঞ্চ আবেদনে গুরুত্ব না দেওয়ায় তাঁরা দ্রুত শুনানির আর্জি জানিয়ে প্রধান বিচারপতির দ্বারস্থ হন।
সেই মতো দুপুরেই ওই মামলার শুনানি শুরু হয়েছে হাই কোর্টে। দুর্নীতিকাণ্ডে আর এক অভিযুক্ত সুমন হাজরাকে পুনর্বিবেচনার আবেদন করার অনুমতি দিয়েছেন প্রধান বিচারপতি। প্রধান বিচারপতি জানিয়েছেন, পুনর্বিবেচনার আবেদনের পর একক বেঞ্চে শুনানির জন্য দৃষ্টি আকর্ষণ করা যাবে।
বুধবার আরজি করের প্রাক্তন অধ্যক্ষের আবেদনে বিরক্ত হয়েছে উচ্চ আদালত। বিচারপতি তীর্থঙ্কর ঘোষ স্পষ্ট জানিয়ে দেন, ‘‘একই বিষয় নিয়ে দু’বার আবেদন করলেন আপনারা। বিবেচনা করেই ওই নির্দেশ দেওয়া হয়েছে। তা এখন পরিবর্তন করা সম্ভব নয়।’’ আবার সন্দীপদের নিম্ন আদালতে গিয়ে নিজেদের বক্তব্য জানাতে বলেন বিচারপতি ঘোষ। সেখানে বিচারপ্রক্রিয়ায় সহযোগিতা করতেও বলেন। এর পরেই দ্রুত শুনানির আর্জি জানিয়ে হাই কোর্টের প্রধান বিচারপতির দ্বারস্থ হন সন্দীপেরা।
উল্লেখ্য, গত ৩১ জানুয়ারি আর্থিক দুর্নীতি মামলায় চার্জ গঠনের সময়সীমা বৃদ্ধি করার আর্জি জানিয়ে হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন সন্দীপেরা। তাঁদের দাবি ছিল, হাই কোর্ট সাত দিনের মধ্যে চার্জ গঠন করে বিচারপ্রক্রিয়া শুরুর যে নির্দেশ দিয়েছিল, তা পুনর্বিবেচনা করা হোক। তাঁদের যুক্তি, আর্থিক দুর্নীতি মামলায় প্রায় ১৫ হাজার পাতার চার্জশিট দিয়েছে সিবিআই। সাত দিনের মধ্যে চার্জ গঠন হলে চার্জশিটের পুরোটা পড়ার সুযোগ থাকবে না। এত কম সময়ের মধ্যে অভিযুক্তেরা নিজেদের বক্তব্য আদালতের সামনে সঠিক ভাবে পেশ করতেও পারবেন না। তাই বিচারপ্রক্রিয়ার গতি কমানো হোক। তখনও বিচারপতি ঘোষ ওই আবেদন খারিজ করে দিয়েছিলেন। বিচারপতি ঘোষ বলেন, ‘‘কেন্দ্রের অতিরিক্ত সলিসিটর জেনারেলকে নোটিস পাঠিয়ে আবেদন করুন। নিম্ন আদালতে গিয়ে নিজেদের বক্তব্য পেশ করুন।’’ হাই কোর্টের ‘না’-র পরেও বুধবার ফের একই আবেদন করলেন সন্দীপেরা।
অন্য দিকে, আরজি করে আর্থিক দুর্নীতির মামলায় বুধবারই চার্জ গঠনের প্রক্রিয়া শুরু হওয়ার কথা রয়েছে। আলিপুর আদালতের বিচারক মঙ্গলবার এ কথা জানিয়েছেন। সিবিআইয়ের চার্জশিটে সন্দীপ ছাড়াও নাম রয়েছে গ্রেফতার হওয়া আরও চার অভিযুক্ত— আফসর আলি, বিপ্লব সিংহ, সুমন হাজরা এবং আশিস পাণ্ডের। প্রত্যেকেই বর্তমানে জেলবন্দি। মামলা থেকে অব্যাহতির জন্যও মঙ্গলবার আদালতে আবেদন জানিয়েছিলেন সন্দীপ, বিপ্লব এবং আফসর। বুধবার তাঁদের আবেদনেরও শুনানি রয়েছে।