কলকাতার বড়বাজারে বুধবার একটি বহু পুরনো বাড়ির একাংশ ভেঙে পড়ল। বুধবার সকালে ৪২ নম্বর ওয়ার্ডে নারায়ণ প্রসাদ বাবুলাল লেনে বাড়িটির একাংশ ভেঙে পড়ায় আতঙ্ক ছড়ায়। ঘটনায় অবশ্য কেউ হতাহত হননি। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘ দিন ধরে জীর্ণ বাড়িটির কোনও মেরামতি হয়নি। স্থানীয় কাউন্সিলর মহেশ শর্মার ক্ষোভ, তাঁর ওয়ার্ডে এ ধরনের বহু জীর্ণ বাড়ি রয়েছে। ওই বাড়ির মালিকেরা কোনও সহযোগিতা করেন না।
বুধবার সকালে কলকাতা পুরসভার ৪২ নম্বর ওয়ার্ডের ওই বাড়ির একটি অংশ ভেঙে পড়ে। স্থানীয়দের অভিযোগ, বাড়িটি যে অবস্থায় ছিল, এ রকম ঘটনা অবশ্যম্ভাবী ছিল। আরও বড় বিপদ হতে পারত। ৪২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মহেশ শর্মা বলেন, ‘‘কলকাতা পুরসভার অধিবেশনে এই বিষয়টি বেশ কয়েক বার জানিয়েছি। বাড়ির মালিকেরা ভাড়া নেন, কিন্তু মেরামত করেন না। কোনও কাজের ক্ষেত্রে পুরসভাকে সহযোগিতা করেন না।’’ মহেশ আরও জানিয়েছেন, এর আগে কলকাতার মেয়র ফিরহাদ হাকিমকে বিপজ্জনক বাড়ির তালিকা তুলে দিয়েছেন। তিনি এলাকা পরিদর্শন করবেন বলেও জানিয়েছেন।
সম্প্রতি বাঘাযতীনে একটি ফ্ল্যাটবাড়ি হেলে পড়ে। এর পরে শহরের বেশ কিছু জায়গায় হেলে পড়া বাড়ির সন্ধান মেলে। ট্যাংরা, তপসিয়া, ভবানীপুর, বোসপুকুর, মানিকতলা-কাঁকুড়গাছি এলাকায় এ ধরনের বাড়িগুলির সন্ধান মিলেছে। স্থানীয়েরা আঙুল তুলেছেন পুরসভার দিকে। তাঁদের অভিযোগ, বিচার না করেই এই বাড়িগুলি তৈরিতে অনুমতি দিয়েছে পুরসভা। কোথাও আবার জলাজমি বুজিয়ে উঠেছে ফ্ল্যাটবাড়ি। এর মধ্যে বুধবার বড়বাজারে ভেঙে পড়ল পুরনো বাড়ির একাংশ।