• সরস্বতী পুজোয় সামাজিক কাজে যুক্ত পটাশপুরে সমাজসেবা সঙ্ঘ
    বর্তমান | ০৬ ফেব্রুয়ারি ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, তমলুক: সামাজিক কাজকর্মের মধ্য দিয়ে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্য নিয়ে ১৬বছর আগে পটাশপুর-১ ব্লকের বড়হাটে তৈরি হয়েছিল সমাজসেবা সঙ্ঘ। ক্লাবের উদ্যোগে প্রতি বছর ঘটা করে সরস্বতী পুজো করা হয়। এই পুজো ঘিরে উৎসবের আবহ তৈরি হয়। বিদ্যার দেবীর আরাধনা চলাকালীন সামাজিক কাজকর্মে নিজেদের যুক্ত করলেন ক্লাবের সদস্যরা। রক্তদান, বস্ত্রদান কর্মসূচি করলেন। ক্লাবের প্রতিষ্ঠা লগ্নে যে অঙ্গীকার করা হয়েছিল ১৬বছর ধরে তা পালন করছে সমাজসেবা সঙ্ঘ।


    সরস্বতী পুজো উপলক্ষ্যে বুধবার ক্লাবের উদ্যোগে রক্তদান ও বস্ত্রদান ঘিরে উৎসবের পরিবেশ। পটাশপুর-১ পঞ্চায়েত সমিতির সভানেত্রী নমিতা বেরা, সহ সভাপতি পীযূষকান্তি পণ্ডা, পূর্ত কর্মাধ্য‌ক্ষ ঩বিনয় পট্টনায়েক এবং পঞ্চায়েত প্রধান দীপককুমার পট্টনায়েক সহ বিশিষ্টরা উপস্থিত ছিলেন। পঞ্চায়েত সমিতির চারজন কর্মাধ্যক্ষ, জেলা পরিষদ সদস্যা, পঞ্চায়েত সমিতির সদস্যা সহ এলাকার বিশিষ্টরা উপস্থিত ছিলেন। ক্লাবের সম্পাদক অরুণ সামন্ত ও সদস্য সুমন দাস বলেন, প্রায় প্রতি বছর সাইক্লোনে পূর্ব মেদিনীপুরের বিভিন্ন এলাকা মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়। ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর লক্ষ্য নিয়ে এবং সাধারণ মানুষের কাছে পৌঁছে যাওয়ার লক্ষ্যে আমরা ক্লাব গঠন করি। প্রতি বছর ক্লাবের উদ্যোগে সরস্বতী পুজো করা হয়। পুজো উপলক্ষ্যে নানারকম সামাজিক কর্মসূচি নেওয়া হয়। উমপুন, যশের মতো সাইক্লোনে এই জেলায় বিরাট ক্ষয়ক্ষতি হয়। আমরা ক্লাবের পক্ষ থেকে ত্রাণসামগ্রী নিয়ে বিভিন্ন দুর্গত এলাকায় পৌঁছে যাই।পঞ্চায়েত সমিতির সহ সভাপতি পীযূষকান্তি পণ্ডা বলেন, সামাজিক কর্মকাণ্ডের মধ্যে নিজেদের নিয়োজিত করার শপথ নিয়ে বড়হাটের এই ক্লাব আত্মপ্রকাশ করেছিল। দেখতে দেখতে ১৬বছর পেরিয়ে গিয়েছে। আজও ক্লাব নিজেদের লক্ষ্যে অবিচল। তাদের এই কর্মকাণ্ডে আমরা উৎসাহিত হই। বরাবর পাশে থাকার চেষ্টা করি। আগামী দিনেও এই ক্লাব মানুষের পাশে থাকার শপথ নিয়ে এগিয়ে চলুক। এদিনের অনুষ্ঠানে ক্লাব সদস্যদের কাছে এটাই আবেদন করেছি।-নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)