সংবাদদাতা, মানবাজার: পুরুলিয়ার পুঞ্চার বুধপুর গ্রামে জমে উঠল মেলা। মঙ্গলবার সকাল থেকেই মেলায় ভিড় ছিল চোখে পড়ার মতো। বেলা যত বাড়ে, ততই মানুষের সমাগম লক্ষ্য করা যায়। ‘মাকুড়ি’ মেলা নামে পরিচিত এই মেলা। মেলার সূচনা কবে জানেন না কেউই। তবে শতাব্দী প্রাচীন মাকুড়ি মেলায় ফি বছরেই হয়ে আসছে। বুধপুর গ্রামেই রয়েছে শতাব্দী প্রাচীন এক শিবমন্দির। সেখানে এদিন অনেকেই নদীতে চান করে পুজো দেন।
এদিনও সকাল থেকেই মন্দিরে পুজো দিতে দেখা যায় মহিলাদের। মন্দির চত্বরে ছিল উপচে পড়া ভিড়। মন্দির চত্বরে ভিড় সামাল দিতে মহিলা পুলিস কর্মী মোতায়েন ছিলেন। অন্যদিকে মন্দিরের কিছুটা দূরে মাকুড়ি মেলাতেও ভিড় ছিল। তবে স্থানীয়রা জানাচ্ছেন, আগের তুলনায় এ বছর ভিড় কম ছিল। এদিন মেলায় ভিড় সামাল দিতে পুঞ্চা থানা ও মানবাজার থানার পুলিস মোতায়েন ছিল। দূরদূরান্ত থেকে বিক্রেতারা পসরা আসেন বিক্রির আশায়। এক বিক্রেতা বাবলু মুদি বলেন, প্রতি বছরেই মেলায় আসি। প্রচুর মানুষের ভিড় হয়। বিক্রিও হয় ভালো। শুধু পুরুলিয়া জেলা নয়, ভিন জেলা থেকেও মানুষজন আসেন মেলা দেখতে। -নিজস্ব চিত্র