সংবাদদাতা, সিউড়ি: সন্ধ্যা হলেই সিউড়ি শহরে বেপরোয়াভাবে চলাচল করছে বিকট শব্দওয়ালা মোটরবাইক। বাইকের সাইলেন্সার বিকৃত করায় ওই বিকট শব্দ হচ্ছে। বেপরোয়া বাইকচালকদের দাপটে পথচারীরা আতঙ্কে রয়েছেন। পুলিস এই বেপরোয়া বাইকচালকদের বিরুদ্ধে কড়া ব্যবস্থার আশ্বাস দিলেও তাদের বাগে আনা যাচ্ছে না। জেলা পুলিসের এক উচ্চপদস্থ আধিকারিক বলেন, শহরে এসব বাইক চালকদের রুখতে বিশেষ অভিযান শুরু হয়েছে। নিয়মিত ধরপাকড় চলছে। অনেক বাইক ধরে জরিমানাও করা হয়েছে। কোথাও এরকম বেপরোয়া বাইক চালক দেখলেই কড়া ব্যবস্থা নেওয়া হবে। আমরা এবিষয়ে নজর রাখছি। সিউড়ি শহরের এসপি মোড় থেকে সার্কিট হাউস মোড়, হাসপাতাল মোড়, বাসস্ট্যান্ড থেকে পুলিস লাইন হয়ে স্টেশন মোড় যাওয়ার রাস্তা, অষ্টদীপ ক্লাব মোড় সহ নানা জায়গায় সন্ধ্যা হলেই বেপরোয়াভাবে বাইক চলাচল করছে। এর জেরে পথচারীরা আতঙ্কে রয়েছেন। বিশেষত ফাঁকা রাস্তায় প্রচণ্ড জোরে বাইক চালাচ্ছে তারা। দৈবাৎ কেউ সামনে এসে পড়লে রক্ষা নেই। কিছু বাইকের সাইলেন্সার বিকৃত করায় বিকট শব্দ হচ্ছে। আবার, কোনও কোনও বাইকের ইঞ্জিনেও বিকট শব্দ হচ্ছে। আর সেই বাইক বেপরোয়া গতিতে চালানো হচ্ছে। শহরের বাসিন্দা অন্বেষ বন্দ্যোপাধ্যায় বলেন, কিছু বাইকে বিকট শব্দ হচ্ছে। সেসব বাইক নিয়ে বাইক আরোহীরা বেপরোয়াভাবে চলছে। তাদের মাথায় কোনও হেলমেটও থাকে না। ট্রাফিক পুলিস হেলমেটহীন চালকদের গাড়ির নম্বরের ছবি তুলে তাদের জরিমানা করছে। কিন্তু এই বেপরোয়া বাইক চালকদের বিরুদ্ধে আরও কড়া ব্যবস্থা নেওয়া দরকার।