• হরিহরপাড়ায় মশারির কাপড়ে গলায় ফাঁস লেগে শিশুর মৃত্যু
    বর্তমান | ০৬ ফেব্রুয়ারি ২০২৫
  • সংবাদদাতা, বহরমপুর: ঘুমন্ত অবস্থায় চৌকি থেকে পড়ে মশারির তলায় লাগানো কাপড়ে গলায় ফাঁস লেগে মৃত্যু হল এক শিশুর। মঙ্গলবার রাতে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসারত অবস্থায় ওই শিশুর মৃত্যু হয়। বছর দুয়েকের মৃত শিশুর নাম উসমান শেখ। বাড়ি হরিহরপাড়া থানার মহেশপুর। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে মৃতের পরিবারে। পরিবার সূত্রে জানা গিয়েছে, গত ১ ফেব্রুয়ারি দুপুরে ঘুমন্ত ছেলেকে মশারি টাঙিয়ে রান্নার কাজে ব্যস্ত হয়ে পড়েন মা গুলফানা বানু। কিছুক্ষণ পরে ঘরে ঢুকে দেখেন চৌকি থেকে গড়িয়ে পড়া ছেলের গলায় মশারির তলায় থাকা কাপড় জড়িয়ে গিয়েছে। সঙ্গে সঙ্গে শিশুটিকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। মেডিক্যাল কলেজেই আইসিইউ বিভাগে চিকিৎসা চলছিল। মঙ্গলবার রাতে শিশুটি মারা যায়। মৃতের বাবা সাদিকুল শেখ বলেন, কীভাবে মশারির কাপড়ে গলায় ফাঁস লাগল বুঝতে পারছি না।
  • Link to this news (বর্তমান)