সংবাদদাতা, লালবাগ: মঙ্গলবার রাতে রানিতলা থানার সরলপুর পঞ্চায়েতের হরিপুর ছাতাইয়ের মোড় সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে পুলিস দুই দুষ্কৃতীকে গ্রেপ্তার করে। পুলিস জানিয়েছে, ধৃতদের নাম সাইনুল শেখ ও নেকসাদ শেখ। তাদের কাছ থেকে একটি হাঁসুয়া বাজেয়াপ্ত করা হয়েছে। বুধবার তাদের লালবাগ মহকুমা আদালতে তোলা হলে বিচারক ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন। রানিতলা থানার এক পুলিস আধিকারিক বলেন, কয়েকজন দুষ্কৃতী ওইদিন রাতে ডাকাতির উদ্দেশ্যে জড়ো হয়েছিল। স্থানীয় সোর্স মারফত খবর পেয়ে হরিপুর ছাতাইয়ের মোড় সংলগ্ন এলাকায় অভিযান চালানো হয়। দুইজনকে পাকড়াও করা গেলেও বাকিরা রাতের অন্ধকারে চম্পট দেয়। এলাকার একটি বাড়িতে ডাকাতির পরিকল্পনা ছিল বলে ধৃতদের জিজ্ঞাসাবাদে জানা গিয়েছে।