• খড়গ্রামে ট্রাক্টর চাপা পড়ে কিশোরের মৃত্যু
    বর্তমান | ০৬ ফেব্রুয়ারি ২০২৫
  • সংবাদদাতা, কান্দি: মঙ্গলবার রাতে খড়গ্রাম থানার কাপাসডাঙা গ্রামের কাছে ট্রাক্টর চাপা পড়ে এক কিশোরের মৃত্যু হল। পুলিস জানিয়েছে, মৃতের নাম আরিফ শেখ(১৬)। তার বাড়ি বীরভূমের মল্লারপুর থানার হাজিপুর গ্রামে।


    পরিবার সূত্রে জানা গিয়েছে, এদিন রাতে আরিফের গ্রাম থেকে একটি ধানবোঝাই ট্রাক্টর খড়গ্রামের একটি রাইল মিলে যাচ্ছিল। ওই ট্রাক্টরে বাড়ির লোকজনের সঙ্গে ওই কিশোর বসেছিল। সেসময় হঠাৎ ট্রাক্টর থেকে পড়ে গিয়ে সে চাকায় পিষ্ট হয়ে যায়। এরপর রক্তাক্ত অবস্থায় তাকে কান্দি মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই রাতে সে মারা যায়। এই ঘটনায় পুলিস একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
  • Link to this news (বর্তমান)