নিজস্ব প্রতিনিধি, বহরমপুর: বহরমপুরে ১১ নম্বর রাজ্য সড়কের জমি দখলের পরিকল্পনা ভেস্তে দিলেন প্রশাসনের আধিকারিকরা। গত কয়েকদিন ধরে বহরমপুর কান্দি সুলতানপুর রোড সংলগ্ন জলাভূমি মাটি ফেলে বোজানো হচ্ছিল। স্থানীয় বাসিন্দারা তা দেখতে পেয়ে প্রশাসনকে জানায়। মঙ্গলবার বহরমপুর মহকুমার পিডব্লুডি-১ এর তরফে থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। পুলিস ঘটনার তদন্ত শুরু করেছে। এক আধিকারিক বলেন, যেভাবে রাজ্য সড়কের ধারে ওই জলাভূমি মাটি ফেলে বোজানো হচ্ছিল, তাতে জল নিকাশির সমস্যা হতো। আমরা স্থানীয়দের মারফত বিষয়টি জানতে পেরেই থানার দ্বারস্থ হয়েছি। পুলিস জানিয়েছে, একটি মামলা রুজু হয়েছে। কারা জমি দখল করে মাটি ফেলছিল, তা আমরা তদন্ত করে দেখছি।