সংবাদদাতা, ধূপগুড়ি: ১০ টাকার স্ট্যাম্প পেপারে সই করে শিশু দত্তক দেওয়ার অভিযোগ ঘিরে শোরগোল পড়েছে ধূপগুড়িতে। স্বাস্থ্যদপ্তর এবং পুলিসের উদ্যোগে অবশেষে উদ্ধার হল সেই শিশু। পুলিস সূত্রে জানা গিয়েছে, ধূপগুড়ি মাগুরমারি-২ পঞ্চায়েতের ময়নাতলির এক মহিলা গর্ভবতী ছিলেন না। অথচ তাঁর কোলে চলে আসে একটি শিশু। আর তাতেই স্থানীয় আশাকর্মীর সন্দেহ হয়। বিষয়টি তিনি ধূপগুড়ির বিএমওএইচ ডাঃ অঙ্কুর চক্রবর্তীকে জানান। বিএমওএইচ খবর দেন ধূপগুড়ি থানার পুলিসকে।
অভিযোগ, ময়নাতলির এক ব্যক্তি ১৫ দিন আগে ধূপগুড়ির গাদং-২ গ্রাম পঞ্চায়েতের শালবাড়ির ২৫ দিনের শিশু দত্তক নেয়। দত্তক নেওয়ার বিষয়টি ১০ টাকার স্ট্যাম্প পেপারে চুক্তি করা হয়। যদিও ওই ব্যক্তির দাবি, যার কাছ থেকে দত্তক নিয়েছেন তারা তাদের ঘনিষ্ঠ আত্মীয়। তবে তারা শিশু দত্তক নেওয়ার কোনও বৈধ কাগজপত্র দেখাতে পারেনি। বুধবার পুলিস গিয়ে উদ্ধার করে শিশুটি। বিএমওএইচ বলেন, এদিন পুলিস শিশুটি উদ্ধার করে নিয়ে আসে। তবে শিশুটির মাকে না জানিয়ে দত্তক দেওয়া হয়েছিল, নাকি দত্তক দেওয়ার পিছনে আর্থিক লেনদেন হয়েছিল তা তদন্ত করে খতিয়ে দেখছে পুলিস। যদিও শিশুটির মায়ের কোনও খোঁজ পাওয়া যায়নি।