টেবিল টেনিস কোচ তৈরিতে সাইয়ে দ্বিতীয় পর্যায়ের প্রশিক্ষণ শুরু
বর্তমান | ০৬ ফেব্রুয়ারি ২০২৫
নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: টেবিল টেনিস ও জিমন্যাস্টিকের কোচ তৈরিতে সাইয়ের জলপাইগুড়ি সেন্টারে শুরু হল দ্বিতীয় পর্যায়ের প্রশিক্ষণ। পাতিয়ালায় অবস্থিত ন্যাশনাল স্পোর্টস ইন্সটিটিউটের অধীনে চলা ছ’সপ্তাহের ওই কোর্স শুরু হয়েছে গত ৩ ফেব্রুয়ারি। বাংলার চারজন সহ দেশের বিভিন্ন রাজ্য থেকে আসা মোট ৬১ জন দ্বিতীয় পর্যায়ের প্রশিক্ষণে অংশ নিয়েছেন। তাঁদের মধ্যে অনেকে রয়েছেন, যাঁরা কোচ হিসেবে নিজেদের গড়ে তুলতে এই কোর্সে শামিল হয়েছেন। অনেকে আবার আগে থেকেই কোচিং করান, এখন নিজেদের আপডেট করতে ওই কোর্স করছেন বলে জানিয়েছেন সাইয়ের জলপাইগুড়ি সেন্টারের ইনচার্জ ওয়াসিম আহমেদ। কলকাতা থেকে টেবিল টেনিসের কোচিংয়ের জন্য আসা শোভন কোলে বলেন, এই কোর্সে শামিল হয়ে অনেক কিছু জানতে পারছি, যা পরবর্তীতে আমরা যখন ছেলেমেয়েদের শেখাব তখন কাজে লাগাতে পারব। পাটনা থেকে টেবিল টেনিসের কোর্সে শামিল হওয়া সীমা কুমারী বলেন, আমি নিজের এলাকায় ছেলেমেয়েদের টিটি শেখাই। কিন্তু নিজেকে টেকনিক্যালি সাউন্ড করতেই এই কোর্স করতে এসেছি।
অনেক বিষয় জানতে পারছি, যেগুলো এতদিন অজানা ছিল। উত্তরপ্রদেশ থেকে আসা রজত কুমারেরও বক্তব্য একই। নতুন প্রজন্মের ছেলেমেয়েদের উদ্দেশে তাঁর বার্তা, মোবাইল ছেড়ে মাঠে আসতে হবে। সুস্থ জীবন পেতে মাঠের বিকল্প নেই। সাইয়ের জলপাইগুড়ি সেন্টারের টেবিল টেনিস কোচ রবি কানোড়িয়া বলেন, পশ্চিমবঙ্গ ছাড়াও কেরল, হরিয়ানা, বিহার, উত্তরপ্রদেশ, জম্মু-কাশ্মীর সহ বিভিন্ন রাজ্য থেকে ছেলেমেয়েরা এসেছেন। এই কোর্স শেষে তাঁরা উন্নত কোচিংয়ের অনেক খুঁটিনাটি বিষয় জানতে পারবেন।