• দীর্ঘক্ষণ রেলগেট বন্ধ, জখম মহিলাকে কাঁধে তুলে পার
    বর্তমান | ০৬ ফেব্রুয়ারি ২০২৫
  • সংবাদদাতা, কুমারগ্রাম: দীর্ঘক্ষণ রেলগেট বন্ধ থাকায় দুর্ঘটনায় জখম মহিলাকে হাসপাতালে নিয়ে যেতে কালঘাম ছুটে গেল বাড়ির সদস্যদের। বাধ্য হয়েই জখম মহিলাকে কাঁধে তুলে রেললাইন পার করালেন তাঁরা। বুধবার বিকেলে এদৃশ্য দেখা গিয়েছে কামাখ্যাগুড়ির ঘোড়ামারা রেলগেটে। 


    জানা গিয়েছে, এদিন খোয়ারডাঙা এলাকায় স্কুটি চালিয়ে যাচ্ছিলেন এই মহিলা। একটি গাড়ি তাঁকে ধাক্কা মারে। এতে জখম হন তিনি। আত্মীয় পরিজনেরা ওই মহিলাকে উদ্ধার করে কামাখ্যাগুড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে আসার জন্য রওনা হন। কিন্তু কামাখ্যাগুড়ি ঘোড়ামারা রেলগেটে এসে তাঁরা দেখেন, বেশ কিছুক্ষণ থেকে রেলগেট বন্ধ রয়েছে। তাই আর দেরি না করে জখম মহিলাকে কাঁধে তুলেই রেলগেট পার করানো হয়। এরপর ওই মহিলাকে কামাখ্যাগুড়ি গ্রামীণ হাসপাতালে আনলে প্রাথমিক চিকিৎসার পর তাঁকে আলিপুরদুয়ার জেলা হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়।
  • Link to this news (বর্তমান)