• অজয়ই মা’কে খুন করেছে, ২৪ ঘণ্টা পরেও ভাবতে পারছেন না ওয়ার্ডবাসী
    বর্তমান | ০৬ ফেব্রুয়ারি ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: মাকে খুন করে অনুতপ্ত পাড়ায় ‘সুবোধ বালক’ হিসেবে পরিচিত অজয় মল্লিক। রাগের বশে কীভাবে এই ঘটনা সেই ঘটিয়ে ফেলল নিজেও বুঝে উঠতে পারছে না। বুধবার শিলিগুড়ি মহকুমা আদালতে তোলার সময়ও গভীর হতাশার ছাপ ওই যুবকের চোখেমুখে ধরা পড়ে। এক লহমায় যেন জীবনটা তার বদলে গেল। মঙ্গলবার পর্যন্ত এলাকায় যে ছেলের সুনাম লোকমুখে ছিল, এক ধাক্কায় সেই ছেলেই বর্তমানে মায়ের খুনি। এলাকাবাসীও খুব একটা মেনে নিতে পারছেন না ঘটনাটি। হাসিখুশি ছেলেটি কীভাবে এমনটা ঘটিয়ে ফেলল তা নিয়ে এদিন কুলিপাড়ায় দিনভর চর্চা চলে। খুন করে নিজেই পুলিস ডেকে আত্মসমর্পণ করে অজয়। উল্লেখ্য, মঙ্গলবার সন্ধ্যায় শিলিগুড়ি পুরসভার ১ নম্বর ওয়ার্ডের কুলিপাড়ায় মা’কে গলা কেটে খুন করে অজয়। খুনের পর পুলিসেকে সে ফোনে সমস্ত ঘটনা জানিয়ে বাড়িতেই অপেক্ষা করতে থাকে। পুলিস এসে তাকে গ্রেপ্তার করে। পুলিসের একটি সূত্রেই জানা গিয়েছে, অজয়ের মা কৌশল্যা মল্লিক নেশাগ্রস্ত অবস্থায় বেশিরভাগ সময় থাকতেন। যা অজয় খুব একটা ভালোভাবে নিত না। প্রতিবেশীদের সঙ্গে নানান সময় বচসায় জড়াতেন কৌশল্যা। যা নিয়ে প্রায়দিন ছেলে-মায়ের মধ্যে মনোমালিন্য হতো। ঘটনার দিনও একই ধরনের ঘটনা থেকেই দু’জনের মধ্যে বিবাদ শুরু হয়। তবে ঘটনা যাই ঘটুক না কেন এই ধরনের খুনের ঘটনা যে অজয় ঘটাতে পারে কেউ মানতেই পারছেন না। 


    তার প্রতিবেশী আশা ঝা বলেন, আমরা কিছুতেই বুঝে উঠতে পারছি না অজয় এমন কিছু করেছে। ছেলেটি অত্যন্ত ভদ্র। সকলের সঙ্গে দেখা হলেই কথা বলত। ও যে মাকে খুন করতে পারে ভাবতেই পারছি না। একই কথা বলেছেন স্থানীয় কাউন্সিলার সঞ্জয় পাঠক। তিনিও বিষয়টি নিয়ে অবাক হয়েছেন। যদিও তিনি জানিয়েছেন, পুলিস ঘটনার তদন্ত করছে।  
  • Link to this news (বর্তমান)