সংবাদদাতা, আলিপুরদুয়ার: পোস্ত খেত খুঁজতে আলিপুরদুয়ারে ড্রোন নামাল পুলিস। মঙ্গলবার চাপড়েরপাড় গ্রাম পঞ্চায়েতের চার মাইল ও দক্ষিণ সলসলাবাড়িতে গদাধর নদীর চরে ১৪ বিঘা পোস্ত খেত ট্রাক্টর দিয়ে নষ্ট করে দেয় পুলিস। তারও আগে কালচিনির দক্ষিণ মেন্দাবাড়ি, দক্ষিণ লতাবাড়ি ও আলিপুরদুয়ারের উত্তর চকোয়াখেতি গ্রামে বিঘার পর বিঘা পোস্ত খেত নষ্ট করেছিল পুলিস। কোথাও ভুট্টা, কোথাও বেগুন গাছের আড়ালে পোস্ত চাষ করছে অসাধু কিছু কৃষক। বুধবার চাপড়েরপাড়ে গদাধর নদীর চর ও নদী সংলগ্ন গ্রামগুলিতে পোস্ত খেত খুঁজতে ড্রোন দিয়ে তল্লাশি চালিয়েছে পুলিস। আলিপুরদুয়ার থানার আইসি অনির্বাণ ভট্টাচার্য বলেন, ড্রোন দিয়ে পোস্ত চাষের এলাকা খোঁজার এই অভিযান চলবে।