ফোর্ট উইলিয়াম এবার ‘বিজয় দুর্গ’, ৩০০ বছর পর নাম বদল
বর্তমান | ০৬ ফেব্রুয়ারি ২০২৫
নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: ফোর্ট উইলিয়াম। ভারতীয় সেনা বাহিনীর ইস্টার্ন কমান্ডের সদর দপ্তর। অতীতের ব্রিটিশ দুর্গ। ১৭০০ সালে রাজা উইলিয়ামের নামেই দুর্গের নামকরণ হয়েছিল ফোর্ট উইলিয়াম। ৩০০ বছর পর ফোর্ট উইলিয়ামের নাম বদল করল কেন্দ্রীয় সরকার। প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে জানা গিয়েছে, ফোর্ট উইলিয়ামের নামকরণ করা হয়েছে—‘বিজয় দুর্গ’। বিপ্লবী বাঘাযতীনের নামেও একটি ব্লকের নামকরণ করা হয়েছে। বর্তমানে সেনা বাহিনীর বিভিন্ন অনুষ্ঠান সূচিতেও ফোর্ট উইলিয়ামের বদলে বিজয় দুর্গ লেখাও হচ্ছে।
১৭৫৬ সালে নবাব সিরাজদৌল্লা ফোর্ট উইলিয়াম আক্রমণ করে। অস্থায়ীভাবে নামকরণ হয় আলীনগর। যদিও পলাশির যুদ্ধের পর ১৭৫৮ সালে রর্বাট ক্লাইভ দুর্গ পুনর্দখল করেন। ১৭৭৩ সালে তা পুনর্গঠন করা হয়। ১৭৭৫ সালে ব্রিটিশ ভারতের অর্ডন্যান্স ফ্যাক্টরির সদর দপ্তর হয় ফোর্ট উইলিয়াম। ১৯৭১ সালে পূর্ব পাকিস্তানকে পরাজিত করে স্বাধীন বাংলাদেশ রাষ্ট্রের জন্ম হয়। ওই যুদ্ধে ভারতীয় সেনার এই পূর্বাঞ্চলীয় সদর দপ্তরের সেনা জওয়ানদের ভূমিকা ছিল অসীম। বহু সেনা নিজের জীবন বিসর্জন দিয়েছেন। ফোর্ট উইলিয়ামে রয়েছে বিজয় স্মারক। রয়েছে, বিজয় দিবস গেটও। এবার গোটা ফোর্ট উইলিয়ামের নাম বদল করে করা হল বিজয় দুর্গ। প্রতিরক্ষা মন্ত্রক থেকে ‘বর্তমান’কে জানানো হয়েছে, গত ডিসেম্বরের মাঝামাঝি সময়ে ফোর্ট উইলিয়ামের নাম বদল হয়েছে। তারপর থেকে সমস্ত অনুষ্ঠানে বিজয় দুর্গ বলেই উল্লেখ করা হয়েছে।
প্রতিরক্ষামন্ত্রক ও পিটিআই সূত্রে জানা গিয়েছে, বর্তমানে যে জর্জ গেট রয়েছে, তার নতুন নাম দেওয়া হয়েছে ‘শিবাজি গেট’। একইভাবে ফোর্ট উইলিয়ামের ভিতরে কিচেনের হাউস পরিচিতি পাবে ‘মানেক শ হাউস’ নামে। ১৯৭১ সালে ভারত-পাকিস্তান যুদ্ধের সময় সেনাপ্রধান ছিলেন এই ফিল্ড মার্শাল মানেক শ। বিপ্লবী যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়ের স্মৃতিতে ফোর্ট উইলিয়ামের রাসেল ব্লকের নাম বদল করা হয়েছে। ওই ব্লকের নতুন নামকরণ হয়েছে, ‘বাঘাযতীন ব্লক’।