নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আর জি কর হাসপাতালে দুর্নীতি মামলায় প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের আর্জি খারিজ করে দিল হাইকোর্ট। ওই মামলায় ৭ দিনের মধ্যে সিবিআইকে চার্জ গঠনের নির্দেশ দেওয়া হয়। সেই নির্দেশ পুনর্বিবেচনার আবেদন খারিজ হওয়ায় ফের হাইকোর্টের দ্বারস্থ হন সন্দীপ। অন্যদিকে, সন্দীপ অধ্যক্ষ থাকাকালীন ইএনটি বিভাগের সেমিনারে বেওয়ারিশ লাশ কাটাছেঁড়া করা হয়। ওই ঘটনায় পদক্ষেপের সুপারিশ করল রাজ্য মানবাধিকার কমিশন। এফএমটি বিভাগের প্রধান ডাঃ প্রবীর চক্রবর্তী ও ইএনটি বিভাগের প্রধান ডাঃ ইন্দ্রনাথ কুণ্ডুর বিরুদ্ধে পদক্ষেপের সুপারিশ করা হয়েছে।