গড়িয়ায় আবাসনের পিলারে ফাটল, শালবল্লা দিয়ে ঠেকনা
বর্তমান | ০৬ ফেব্রুয়ারি ২০২৫
নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: এবার নয়া বিপত্তি গড়িয়ায়। সেখানে একটি আবাসনের পিলারে ফাটল দেখা দিয়েছে। ফলে সেটি বিপজ্জনক অবস্থায় রয়েছে বলে অভিমত বিশেষজ্ঞদের। তাই আপাতত শালবল্লা দিয়ে আবাসনের সেই অংশকে ঠেকনা দিয়ে রাখা হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে ফ্ল্যাট মালিকদের মধ্যে চাপা আতঙ্ক দেখা দিয়েছে। আবাসনের বাসিন্দারা জানান, কয়েকদিন আগেই এই ফাটল ধরা পড়েছে। একজন স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারকে দিয়ে সেটা পরীক্ষা করানো হয়। তাঁর পরামর্শেই এই শালবল্লা দিয়ে ঠেকনা দেওয়া হয়েছে। খুব শীঘ্রই এই ফাটলের জায়গাটি মেরামত করা হবে। এদিকে, এই বিল্ডিংটি তৈরির কাজে কোনও গলদ ছিল কি না, সেটা খতিয়ে দেখবে রাজপুর সোনারপুর পুরসভা।
২৯ নম্বর ওয়ার্ডের গড়িয়া প্লেসের এই আবাসনটি প্রায় ২৫ বছর পুরনো। তাতে ১২টি ফ্ল্যাট রয়েছে। দিন কয়েক আগে আবাসনের নীচের ডান দিকের অংশে দু’টি পিলারে ফাটল দেখা গিয়েছিল। শালবল্লা দেওয়ার কারণ নিয়ে আবাসিকরা বলেন, ওই পিলারগুলি যখন মেরামত করা হবে, তখন পুরনো প্লাস্টার চটিয়ে নতুন করে তা দেওয়া হবে। সেই সময় পিলার দুর্বল হয়ে যাওয়ার সম্ভাবনা। তাই সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে এই পদক্ষেপ করা হয়েছে। কেন হঠাৎ করে এই বিল্ডিংয়ের পিলারে ফাটল তৈরি হল, সেটাও খতিয়ে দেখা হচ্ছে।
এদিন খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুরসভার একটি দল। তারা সবটাই পরীক্ষা করে দেখে। সিআইসি নজরুল আলি মণ্ডল বলেন, এই আবাসনে একটি সমস্যা হয়েছে। এখানকার বাসিন্দারা একজন স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারয়ের পরামর্শ নিয়ে কাজ করছেন। আশা করছি শীঘ্রই সমস্যার সমাধান হবে। -নিজস্ব চিত্র