• জমি রক্ষা কমিটি-পুলিস বাগবিতণ্ডা  ঘিরে উত্তেজনা ভাঙড়ে, গ্রেপ্তার ৮  
    বর্তমান | ০৬ ফেব্রুয়ারি ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: জমি রক্ষা কমিটি ও পুলিসের মধ্যে বাগবিতণ্ডা ঘিরে বুধবার উত্তাল হয়ে উঠল ভাঙড়ের পাওয়ার গ্রিড এলাকা। দফায় দফায় দুই পক্ষের মধ্যে ঝামেলা বাধে। প্রতিবাদে হাড়োয়া রোড অবরোধ করেন জমি রক্ষা কমিটির সদস্যরা। পরে বিক্ষোভ তুলে দিয়ে জমি কমিটির আটজনকে গ্রেপ্তার করে পুলিস।


    এদিন যখন নিউটাউনের বিশ্ববাংলা কনভেনশন সেন্টারে বাণিজ্য সম্মেলন চলছিল, তখনই স্বাস্থ্যভবন অভিযানের ডাক দিয়েছিল জমি রক্ষা কমিটি সহ একাধিক সংগঠন। তবে অনুষ্ঠানে যাতে কোনও প্রভাব না পড়ে তার জন্য আগে থেকেই সতর্ক ছিল পুলিস। হাড়োয়া রোড লাগোয়া মাছিভাঙা, খামারআইট গ্রাম থেকে যখন কমিটির সদস্যরা অভিযানের জন্য জমায়েত করছিলেন তখনই তাঁদের আটকায় পুলিস।


    ভাঙড় ডিভিশনের ডিসি সৈকত ঘোষের নেতৃত্বে ভাঙড়, উত্তর কাশীপুর ও পোলেরহাট থানার তিন ওসি সহ বিশাল পুলিস বাহিনী রাস্তায় নামে। জমি কমিটির লোকজন কমিটির যুগ্ম সম্পাদক মির্জা হাসানের নেতৃত্বে শ্যামনগর মোড়ে রাস্তা অবরোধ করলে পুলিস তাদের হটিয়ে দেয়। মির্জা হাসান ও সাজারুল ইসলাম নামে দুই নেতাকে গ্রেপ্তার করা হয়। এরপর পদ্মপুকুর এলাকায় সিমেন্টের স্ল্যাব ফেলে রাস্তা আটকায় কমিটির অন্য নেতারা। পুলিস সেসবও হটিয়ে তাঁদের চ্যাংদোলা করে গাড়িতে তোলে। গোটা পর্বে দফায় দফায় পুলিসের সঙ্গে কথা কাটাকাটি হয় জমির রক্ষা কমিটির। জোর করে অনেকে পুলিসের ঘেরাটোপ পেরিয়ে যাওয়ার চেষ্টা করলে দুপক্ষের ধস্তাধস্তি হয়। পুলিস গাড়িতে ওঠার সময় কমিটির যুগ্ম সম্পাদক মির্জা হাসান বলেন, তিলোত্তমার বিচার চাইতে ও স্বাস্থ্যে অব্যবস্থার প্রতিবাদ জানাতে আমরা শান্তিপূর্ণভাবে স্বাস্থ্যভবন অভিযান করতে চেয়েছিলাম। পুলিস আমাদের বাধা দেয় এবং নির্মমভাবে মারধর করে। আগামী দিনে আরও বড় আন্দোলন হবে। -নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)