• ফুলচাষ বাড়াতে উদ্যানপালন দপ্তরের উদ্যোগ 
    বর্তমান | ০৬ ফেব্রুয়ারি ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: ফুলের বিপণন ও বাণিজ্যিক চাষ বৃদ্ধির লক্ষ্যে ফুলমেলার আয়োজন করছে হুগলি জেলা উদ্যানপালন দপ্তর। বুধবার চুঁচুড়ার ধান্য গবেষণাগারে উদ্যানপালন দপ্তরের জমিতে ওই ফুলমেলার উদ্বোধন হয়েছে। যেহেতু লক্ষ্য বাণিজ্যিক উৎপাদন, সেই কারণে শুধু ফুলের প্রদর্শনী নয়, রাখা হয়েছে ফুলচাষ নিয়ে কর্মশালাও। বুধবার ও বৃহস্পতিবার দু’দিনের ওই মেলায় থাকবে একাধিক সেমিনারও। সেখানে বিভিন্ন ধরনের ফুল চাষে খ্যাতি পাওয়া বিশিষ্ট মানুষদের সঙ্গে আলাপচারিতার সুযোগও রেখেছে জেলা উদ্যানপালন দপ্তর। এদিন দপ্তরের রাজ্যকর্তাদের উপস্থিতিতে ওই মেলার উদ্বোধন হয়। মেলার আকর্ষণ বাড়াতে রাখা হয়েছে প্রতিযোগিতার ব্যবস্থাও। জেলা উদ্যানপালন আধিকারিক শুভদীপ নাথ বলেন, সমস্ত রকম ফুলের বাণিজ্যিক উৎপাদন বৃদ্ধির লক্ষ্যেই ফুলমেলা ও ফুলচাষের কর্মশালা আয়োজন করা হয়েছে। নাগরিক মহল্লায় ফুলের চাহিদা বাড়ছে। ফলে, ফুলকে কেন্দ্র করে সার্বিক অর্থনীতি ও ব্যক্তিগত উন্নতির সুযোগ আছে। আমরা সেই বিষয়টিকেই মানুষের কাছে তুলে ধরতে চাইছি। অনেকেই ছোট আকারের বারান্দা বাগান বা ছাদবাগান করেন। সেই সব মানুষদের জন্যও আমাদের নির্দিষ্ট পরিকল্পনা আছে।  নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)