• প্রেমে ভাঙচি দিচ্ছিস? বলেই, কামড়ে বন্ধুর নাক কেটে নিল যুবক! শান্তিপুরে সাংঘাতিক ঘটনা
    এই সময় | ০৬ ফেব্রুয়ারি ২০২৫
  • ‘তুই যে নিয়মিত মদ খাস, তা তোর প্রেমিকা জানে? সব বলে দেবো।’ এই বলে এক বন্ধু ভয় দেখিয়েছিল এক তরুণকে। প্রেমে ভাঙচি দিচ্ছে মনে করে ফুঁসে ওঠে সে। রাগের বশে সে বন্ধুর নাক কামড়ে ছিঁড়ে নেয়। বুধবার রাতে নদিয়ার শান্তিপুরে রক্তারক্তি কাণ্ড। অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ।

    শান্তিপুর শহরের ৮ নম্বর ওয়ার্ডের বেরপাড়া মনসাতলা। বুধবার রাতে সরস্বতী পুজোর বিসর্জন চলছিল। এলাকায় খাওয়াদাওয়া করছিল একদল যুবক। সূত্রের খবর, সেই দলে থাকা দুই বন্ধু অরবিন্দ পাল ও রাজা সাধুখাঁর মধ্যে নেশা করা নিয়ে কাটাকাটি শুরু হয়। প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, অরবিন্দ রাজাকে হুমকি দেন, তিনি রাজার নিয়মিত মদ খাওয়ার কথা তার বান্ধবীকে জানিয়ে দেবেন। এ নিয়ে ঝামেলা শুরু হয় দুই বন্ধুর। কথা কাটাকাটি মুহূর্তে হাতাহাতির চেহারা নেয়। অন্ধকারে রাজা অরবিন্দর নাক কামড়ে দেয় বলে অভিযোগ।

    মাটিতে রক্তাক্ত অবস্থায় শুয়ে কাঁদতে থাকেন অরবিন্দ। বীভৎস সেই দৃশ্য দেখে আঁতকে ওঠেন সকলে। নাকের কাটা অংশ ও অরবিন্দকে নিয়ে হাসপাতালে ছোটেন তাঁরা। কিছু বন্ধু মোবাইলের ফ্ল্যাশ জ্বেলে খুঁজতে থাকে নাক, মিলেও যায়। শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা জানান, প্লাস্টিক সার্জারি করাতে হবে। তড়িঘড়ি কলকাতায় নিয়ে যাওয়া হয়। সঙ্গে বিশেষ ব্যবস্থায় সংরক্ষণ করে নিয়ে যাওয়া হয় কাটা নাকের অংশ।

    অরবিন্দর পরিবারের অভিযোগের ভিত্তিতে রাতেই রাজাকে গ্রেপ্তার করে শান্তিপুর থানার পুলিশ। এলাকার কাউন্সিলর সঞ্জয় কর জানান, বুধবার রাতেই অরবিন্দের নাকে অস্ত্রোপচার হয়েছে, এখন তিনি সুস্থ আছেন।

  • Link to this news (এই সময়)