• মায়ের বকুনি খেয়ে বাড়ি ছাড়তেই ভয়াবহ ঘটনা, নাবালিকাকে গাড়িতে তুলে নিয়ে গেল তিনজন, তারপর?  
    আজকাল | ০৬ ফেব্রুয়ারি ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: মায়ের বকুনি খেয়ে বাড়ি ছেড়েছিল নাবালিকা। তাকেই পানীয় খাইয়ে বেহুঁশ করে কিডন্যাপের অভিযোগ উঠল। জয়নগরের নাবালিকাকে বারুইপুর থেকে উদ্ধার করল পুলিশ। 

    ঠিক কী ঘটেছিল? অভিযোগ, ওই নাবালিকাকে  বেহুঁশ করে কিডন্যাপ করে কয়েকজন যুবক ৷ গাড়িতে তুলে বারুইপুর বাইপাস পর্যন্ত নিয়ে যাওয়া হয়, তারপর ফেলে দেওয়া হয় রাস্তায়।  রাতে টহল দেওয়ার সময় বারুইপুর থানার আইসি সৌমজিত রায় রাস্তার পাশে এক নাবালিকাকে বেহুঁশ অবস্থায় পড়ে থাকতে দেখেন ৷ তৎক্ষণাৎ উদ্ধার করে নিয়ে যাওয়া হয় হাসপাতালে ৷ 

    জ্ঞান ফিরলে সে তার বাড়ির ঠিকানা ও যোগাযোগ নম্বর জানায় ৷ পরিবারে খবর দেওয়া হলে, তাকে নিয়ে যাওয়া হয় বাড়িতে।  নাবালিকা জানায় বাড়ি থেকে বেরিয়ে সে যখন রাস্তায় দাঁড়িয়ে ছিল, আচমকা তিন যুবক তাকে ধাওয়া করে। পালিয়ে বাঁচতে দৌড়তে শুরু করে।  পড়ে যায় মাঝরাস্তায়। তারপর তাকে একটি সাদা গাড়িতে তুলে নিয়ে যাওয়া হয় ৷ অভিযোগ, কিডন্যাপারদের মুখে কাপড় ঢাকা থাকায় সে কাউকেই চিনতে পারেনি। তবে তাকে জানানো হয়েছিল, তারা কাকুই কিডন্যাপের কথা বলেছে। 

    ঘটনার তদন্ত শুরু করেছে জয়নগর থানার পুলিশ ৷ রাস্তার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে ৷ কারা এই ঘটনার সাথে যুক্ত তা জানার চেষ্টা করা হচ্ছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে ৷ তবে এখনও পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি ৷ ঘটনায় আতঙ্কিত নাবালিকার মা।
  • Link to this news (আজকাল)