আজকাল ওয়েবডেস্ক: ফের বাড়ল তাপমাত্রা। বৃহস্পতিবার একধাক্কায় প্রায় তিন ডিগ্রি বেড়েছে তাপমাত্রা। তবে হাওয়া অফিস জানিয়েছে, শুক্রবার থেকে ফের নামবে তাপমাত্রার পারদ। প্রায় ৪ ডিগ্রি অবধি তাপমাত্রা নামতে পারে। সকাল ও সন্ধেয় অনুভূত হবে শীতের আমেজ। তবে কুয়াশা থাকবে সকালের দিকে। কুয়াশা বেশি থাকার সম্ভাবনা দক্ষিণবঙ্গের নয় জেলা এবং উত্তরবঙ্গের তিন জেলায়। দৃশ্যমানতা ২০০ থেকে ৫০ মিটারে নেমে আসতে পারে। বাকি জেলায় হালকা থেকে মাঝারি কুয়াশা থাকার সম্ভাবনা। তবে আগামী সপ্তাহে ফের তাপমাত্রা বাড়বে বলে পূর্বাভাস হাওয়া অফিসের। যদিও ফেব্রুয়ারির মাঝামাঝি বঙ্গ থেকে উধাও হবে শীত। এমনটাই জানিয়েছে হাওয়া অফিস।
বৃহস্পতিবার কলকাতার তাপমাত্রা পৌঁছেছে ২২.৬ ডিগ্রি সেলসিয়াসে। সপ্তাহান্তে ১৬ ডিগ্রিতে নামতে পারে কলকাতার তাপমাত্রা। আবার ১০ ডিগ্রিতে নামতে পারে পুরুলিয়ার পারদ। ১৩ ডিগ্রির ঘরে থাকতে পারে বাঁকুড়া–বীরভূমের তাপমাত্রা। তবে তা সাময়িক।
বৃহস্পতিবারও ঘন কুয়াশা ছিল জলপাইগুড়ি, কোচবিহার ও উত্তর দিনাজপুরে। দৃশ্যমানতা নেমে এসেছিল ৫০ মিটারে। বাকি জেলায় হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা। আগামিকাল থেকে উত্তরবঙ্গেও কমবে তাপমাত্রা। দু’তিন দিনের মধ্যেই তিন থেকে চার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। বাংলার পাশাপাশি ঘন কুয়াশা থাকবে ওড়িশা, হিমাচলপ্রদেশে। শৈত্যপ্রবাহের সতর্কবার্তা রয়েছে হিমাচলপ্রদেশ ও রাজস্থানে। বজ্রবিদ্যুৎ–সহ বৃষ্টির সম্ভাবনা অরুণাচলপ্রদেশ, অসম, মেঘালয়ে।