• মুর্শিদাবাদে যুবকের রক্তাক্ত দেহ উদ্ধার, চাঞ্চল্য
    বর্তমান | ০৬ ফেব্রুয়ারি ২০২৫
  • সংবাদদাতা, মুর্শিদাবাদ: মুর্শিদাবাদের ভগবানগোলায় এক যুবকের রক্তাক্ত দেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল। আজ, বৃহস্পতিবার ভোরে ভগবানগোলা থানার অন্তর্গত সুবর্ণমৃগী গ্রাম থেকে দেহটি উদ্ধার করেছে পুলিস। মৃতের নাম রনি শেখ (৩২)। পরিবারের লোকের অভিযোগ, রনিকে খুন করা হয়েছে। যদিও প্রতিবেশীদের দাবি, মদ্যপ অবস্থায় ছাদ থেকে পড়েই তাঁর মৃত্যু হয়েছে। পুলিস সূত্রে খবর, এদিন সকালে রনিকে তাঁর বাড়ির পিছন দিকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। ঘটনাস্থলে ছুটে আসেন রনির পরিবারের সদস্যরাও। খবর দেওয়া হয় পুলিসে। প্রাথমিক তদন্তে পুলিসের অনুমান, ছাদ থেকে পড়েই তাঁর মৃত্যু হয়েছে। তবে এর নেপথ্যে অন্য কোনও রহস্য রয়েছে কি না তা এখনও স্পষ্ট নয়। দেহটি উদ্ধার করে ইতিমধ্যেই ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে ভগবানগোলা থানার পুলিস। ময়নাতদন্তের রিপোর্ট আসার পরই সব তথ্য পরিষ্কার করে বলা সম্ভব হবে বলে জানিয়েছেন পুলিস আধিকারিকরা। তবে গোটা ঘটনাটিকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।
  • Link to this news (বর্তমান)