সংবাদদাতা, ফালাকাটা: মঙ্গলবার রাতে ফালাকাটা ব্লকের কাদম্বিনী ও পারঙ্গেরপাড় গ্রামে হাতির হানায় ক্ষতিগ্রস্ত হল বিঘার পর বিঘা আলু খেত। স্থানীয়রা ক্ষতিপূরণের দাবি তুলেছেন। বনদপ্তর সূত্রে জানা গিয়েছে, গত দু’দিন ধরে জলদাপাড়া বনাঞ্চলের কুঞ্জনগর বিট থেকে হাতির দল রাত হলেই লোকালয়ে বের হয়ে আসছে। আবার রাতেই হাতিগুলি জঙ্গলে ফিরে যাচ্ছে। তবে স্থানীয়দের অভিযোগ, খবর দেওয়া হলেও বনকর্মীরা এলাকায় আসছেন না। স্থানীয় বাসিন্দা অমল ওরাওঁ বলেন, আমার প্রায় আট-দশ বিঘা জমির আলু খেত নষ্ট করেছে হাতির দল। কুঞ্জনগরের বিট অফিসার সনৎ শূর বলেন, পরপর দুই রাতে কাদম্বিনী ও পারঙ্গেরপাড় এলাকায় হাতির দল ঢুকেছে। ওই দলে সম্ভবত আট থেকে দশটি হাতি রয়েছে। রাতেই বনকর্মীরা হাতির দলকে জঙ্গলে ফিরিয়ে দিয়েছে।