নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বাংলায় খামখেয়ালি শীত। সপ্তাহান্তে ফের পারদ পতনের সম্ভাবনা। তবে তার আগে আজ, বৃহস্পতিবার এক ধাক্কায় কলকাতায় তিন ডিগ্রি বাড়ল সর্বনিম্ন তাপমাত্রা। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আপাতত কলকাতা সহ দক্ষিণবঙ্গে তাপমাত্রার ওঠা-নামা অব্যাহত থাকবে। আগামী কাল, শুক্রবার থেকে ফের নিম্নমুখী হতে পারে পারদ। রবিবারের মধ্যে দক্ষিণবঙ্গে তিন থেকে চার ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা কমতে পারে বলে অনুমান আবহাওয়াবিদদের। তবে আগামী কয়েকদিন কলকাতা সহ দক্ষিণবঙ্গে ঘন কুয়াশার সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর।
আজ, বৃহস্পতিবার সকালে শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২২.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৫.৭ ডিগ্রি বেশি। গতকাল, বুধবার শহরের সর্বাধিক তাপমাত্রা ছিল ২৮.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ০.১ ডিগ্রি কম। আজ, বৃহস্পতিবার সকালে যথেষ্ট পরিমাণে কুয়াশার আধিক্য ছিল। তবে বেলা বাড়লেই আকাশ পরিষ্কার হয়ে যাবে। এমনটাই জানিয়েছে আবহাওয়া দপ্তর। এদিন শহরের সর্বাধিক তাপমাত্রা থাকতে পারে ২৮ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। গত ২৪ ঘণ্টায় কলকাতায় কোথাও বৃষ্টি হয়নি।