সিরিয়াল ফেল, বউমার বিরুদ্ধে হাইকোর্টে রান্নাঘর দখল করে রাখার মামলা করলেন শাশুড়ি
হিন্দুস্তান টাইমস | ০৬ ফেব্রুয়ারি ২০২৫
রান্নাঘর দখল করে রেখেছে বউমা। রান্নাঘর ফেরত চেয়ে হাইকোর্টে মামলা করলেন এক বৃদ্ধা। মামলা দেখে আতান্তরে পড়েছেন বিচারপতি। তাঁর প্রশ্ন, পুলিশ এবার রান্নাঘরের অধিকার ঠিক করতে যাবে না কি? যদিও বৃদ্ধা নাছোড়বান্দা। ওদিকে ছেলের দাবি, দিদিদের উসকানিতে মামলা করেছে মা।
কলকাতার চিৎপুরে পাশাপাশি ২টি বাড়িতে থাকেন ছেলে ও মা। বৃদ্ধার অভিযোগ, ছেলে পরিবার নিয়ে একটি বাড়িতে থাকলেও তাঁর বাড়ির রান্নাঘরটি দখল করে রেখেছে বউমা। যার ফলে তাঁকে অত্যন্ত কষ্টে দিন গুজরান করতে হচ্ছে। একই ঘরে রান্না করে খেতে হচ্ছে। বিষয়টি নিয়ে চিৎপুর থানায় অভিযোগ করেছিলেন তিনি। কিন্তু পুলিশ কোনও হস্তক্ষেপ করেনি। যার ফলে অবশেষে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন তিনি।
ওদিকে ছেলের দাবি, মা নিজেই রান্না ঘর থেকে তাঁর সমস্ত জিনিসপত্র সরিয়ে নিয়েছিলেন। ফলে দখল করার অভিযোগ ঠিক নয়। মা সম্ভবত দিদিদের উসকানিতে আমার ও আমার স্ত্রীর বিরুদ্ধে মামলা করেছেন।
শাশুড়ি - বউমার দড়ি টানাটানির মাঝখানে পড়ে বেহাল দশা বিচারপতি তীর্থঙ্কর ঘোষের। প্রথমে মামলাটি প্রবীণ নাগরিকদের জন্য নির্দিষ্ট ফোরামে পাঠিয়ে দিতে চেয়েছিলেন তিনি। সঙ্গে চিৎপুর থানার পুলিশকে গৃহযুদ্ধ বন্ধ রাখতে ১ দিন অন্তর ১ জন মহিলা কন্সটেবলকে বৃদ্ধার বাড়িতে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত।
বিরক্ত বিচারপতি বলেন, তাহলে কি এবার রান্নাঘরের দখল ঠিক করতে পুলিশকে ঢুকতে হবে? পুলিশের কি আর কোনও কাজ নেই। বিচারপতি জানিয়েছেন, এটি একটি একান্ত ব্যক্তিগত বিষয়। পুলিশের এর মধ্যে নাক গলানোর কোনও দরকার নেই।