রেল বাজেটে বাংলার জন্য বড় অঙ্ক বরাদ্দ করা হল। কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, ২০২৫ সালের রেল বাজেটের আওতায় পশ্চিমবঙ্গের জন্য ১৩,৯৫৫ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। রেল বাজেট ২০২৫-এর উপর একটি ওয়েব কনফারেন্সে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী বলেন, ২০০৯-২০১৪ সময়কালের তুলনায় বরাদ্দ তিন গুণ বেড়েছে।
বৈষ্ণব জানান, এই মুহূর্তে রেলে রাজ্যে ৬৮ হাজার কোটি টাকা বিনিয়োগ রয়েছে। তিনি পশ্চিমবঙ্গ সরকারকে জমি অধিগ্রহণ এবং আইন-শৃঙ্খলা সংক্রান্ত বিষয়গুলি সমাধান করার জন্য অনুরোধ করেন, যাতে এই বিনিয়োগ এবং প্রকল্পগুলির সুবিধা নাগরিকদের কাছে যত তাড়াতাড়ি সম্ভব পৌঁছে যায়।
মন্ত্রী বলেন, অমৃত ভারত স্টেশন প্রকল্পের আওতায় পশ্চিমবঙ্গের ১০১টি স্টেশনকে ঢেলে সাজানো হচ্ছে। গত ১০ বছরে রাজ্যে প্রায় ১,২৯০ কিলোমিটার ট্র্যাক যুক্ত করা হয়েছে। কলকাতা মেট্রো ১৯৭২ থেকে ২০১৪ সালের মধ্যে ২৮ কিলোমিটার ট্র্যাক তৈরি করেছে। গত ১০ বছরে ৩১ কিলোমিটার সম্প্রসারণ করা হয়েছে। বৈষ্ণব বলেন, বাংলার মানুষ ও সংস্কৃতির প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অঙ্গীকার, নিষ্ঠা ও শ্রদ্ধার কারণেই এটা সম্ভব হয়েছে।
পশ্চিমবঙ্গে, রেলওয়ে সুরক্ষা বাড়ানোর জন্য ৩,৩৩৭ কিলোমিটার ট্র্যাক কবচ সিস্টেমের আওতায় আসবে। বৈষ্ণব জানিয়েছেন, দেশের বাকি অংশের পাসাপাশি পশ্চিমবঙ্গও শীঘ্রই নমো ভারত এবং বন্দে ভারত স্লিপার সহ আরও বেশ কয়েকটি নতুন রেল প্রকল্প এবং ট্রেন পাবে। তাঁর দাবি, আগামী পাঁচ বছরে রেল ভ্রমণে বিপ্লব আসবে।
রেলমন্ত্রী পশ্চিমবঙ্গে আরও অমৃত ভারত ট্রেন যুক্ত করার কথা জানান। বর্তমানে রাজ্যে একটি রুটে এই ট্রেন রয়েছে। রেলমন্ত্রীর বক্তব্য, ১০০টি নতুন অমৃত ভারত ট্রেনের অনুমোদন দেওয়া হয়েছে। সেই ট্রেন পাবে পশ্চিমবঙ্গও। কলকাতায় পূর্ব রেলের সদর দপ্তরে আয়োজিত এই ওয়েব কনফারেন্সে উপস্থিত ছিলেন পূর্ব রেলওয়ের অতিরিক্ত জেনারেল ম্যানেজার সুমিত সরকার এবং রেলের অন্যান্য আধিকারিকরা।